‘লোকাল বাস’, ‘বিয়াইন সাব ও ‘গার্লফ্রেন্ডের বিয়া’ নামক হাস্যরস ধরনের ড্যান্স টাইপ গান তৈরি করে ভিডিও গানের জগতে এক নতুন ধারা তৈরি করেছে গানচিল মিউজিক। সেই ধারা অব্যাহত রাখতে প্রতিষ্ঠানটি এবার নিয়ে আসছে নতুন গান ‘ময়না’।
গানটির কথা লিখেছেন আসিফ ইকবাল, সুর ও সংগীত আয়োজন করেছেন আকাশ সেন। গানে কণ্ঠ দিয়েছেন কোনাল ও নিলয় ডি রকস্টার।
গানটি নিয়ে গীতিকার আসিফ ইকবাল বলেন, “এটি আমার লেখা প্রথম ‘লাভবার্ড টাইপ’ গান। আমরা বলতেই পারি-এটা বাংলাদেশের প্রথম ‘ফার্স্ট লাভবার্ড সং’। মানে, ময়না হচ্ছে ভালোবাসার পাখি, সেই ভাবনা থেকেই গানটি লেখা। আমি সাধারণত রোমান্টিক ও সিরিয়াস ধরনের গান লিখি, তবে এবার ভিন্ন কিছু করে দেখলাম।”
গানটি নিয়ে কোনাল বলেন, আসিফ ইকবাল ভাই তো অসাধারণ লেখেন। আমি, তিনি ও আকাশ সেন একসঙ্গে অনেক গান করেছি—যেগুলো দারুণ হিট হয়েছিল। আমাদের ‘ও প্রিয়তমা’ গানটা তো এখনো মানুষের মুখে মুখে।
এবারও দারুণ আয়োজনে ‘ময়না’ গানে কণ্ঠ দিয়েছি। আমার বিশ্বাস, এটি শ্রোতাদের মনে জায়গা করে নেবে।
আকাশ সেন বলেন, আসিফ ভাইয়ের সঙ্গে কাজ করতে পেরে আমি কৃতজ্ঞ। ‘ময়না’ একটি মজার, ক্যাচি ও একদম পারফেক্ট ড্যান্স নাম্বার হয়েছে। কেন এটা আলাদা, তা গানটি প্রকাশের পরই সবাই বুঝতে পারবেন।
গানচিলের ব্যানারে দশ গানের বিশেষ প্রজেক্ট ‘ড্যান্স নাম্বার গান’- এ মোট দশটি গান মুক্তি পাবে। সেই প্রজেক্টের প্রথম গান হিসেবে ২৪ জুলাই ইউটিউবে প্রকাশ পাবে ‘ময়না’।