দীর্ঘ ৮ বছর পর শফিক রেহমান ফিরছেন একসময়ের জনপ্রিয় অনুষ্ঠান ‘লাল গোলাপ’ নিয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন উপস্থাপক নিজেই।
শফিক জানান, নতুন কিস্তির ‘লাল গোলাপ’ অনুষ্ঠানের দুটি পর্ব ইতিমধ্যেই রেকর্ড করা হয়েছে। সবকিছু যদি ঠিক থাকে, তাহলে ১ ডিসেম্বর থেকে অনুষ্ঠানটি প্রচার করা হবে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে।
বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ‘লাল গোলাপ’ অনুষ্ঠানটি প্রচার করা হয়েছে। এই অনুষ্ঠানের উপস্থাপনা করে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন শফিক রেহমান। প্রোগ্রামটিতে তিনি আমন্ত্রিত অতিথিকে একটি লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানাতেন। দেশ ও বিদেশের সমসাময়িক বিভিন্ন আলোচিত বিষয় নিয়ে সাজানো হতো ‘লাল গোলাপ’ অনুষ্ঠানের প্রতিটি পর্ব। নির্দিষ্ট কোনো বিষয়ের ওপর প্রতিবেদনও করা হতো। এমনকি সিনেমা নিয়েও সাজানো হতো এপিসোড। পরবর্তীকালে ২০১০ সাল থেকে বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনে এটি প্রচার হতে দেখা গেছে।
উপস্থাপনার পাশাপাশি লেখক, সম্পাদক এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবেও কাজ করেছেন শফিক রেহমান। সাপ্তাহিক যায়যায়দিন এবং পরে দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক হলেন শফিক। ‘মৌচাকে ঢিল’ নামে একটি পাক্ষিক পত্রিকাও সম্পাদনা করে আলোচিত হয়েছিলেন তিনি।
তবে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা করার ষড়যন্ত্রের মামলায় ২০১৩ সালের আগস্ট মাসে শফিক রেহমানকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়। এই মামলায় এরপর তাকে গ্রেপ্তার করা হয়েছিল। ফলশ্রুতিতে, ২০১৬ সালে তাকে পাঁচ মাস কারাগারেও থাকতে হয়েছিল।
কারাগার থেকে শফিক জামিনে মুক্তি পান ২০১৮ সালে। তখন তিনি যুক্তরাজ্যে চলে যান। এরপর ২০২৪ সালের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে ছয় বছর পর তিনি বাংলাদেশের মাটিতে পা রাখেন।