লাইভ পারফরম্যান্সের মাঝে এ কি কাণ্ড ঘটালেন কার্ডি বি!
লাইভ পারফরম্যান্সের মাঝেই দর্শকের দিকে লক্ষ্য করে মাইক ছুড়ে মারলেন কার্ডি বি।
মার্কিন সঙ্গীত তারকার বিব্রতকর মুহূর্তটির একটি ভিডিও ২৯ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় যার পরেই ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয় মিডিয়াপাড়ায়।
কিন্তু কেন এমন করলেন মার্কিন এই সঙ্গীত তারকা?
জানা গেছে, লাইভ পারফরম্যান্স চলাকালে র্যাপারের দিকে লক্ষ্য করে পানীয় ছুড়ে মারে দর্শকের সারিতে উপস্থিত থাকা একজন ব্যক্তি। আর তাতেই ক্ষিপ্ত হয়ে তার দিকে লক্ষ্য করে মাইক ছুড়ে মারেন কার্ডি বি।
সঙ্গীত শিল্পীদের এভাবে হেনস্থা করার ঘটনাটি এটাই প্রথম না। এর আগে বিবি রেক্সা, কেলসি ব্যালেরিন, ড্রেইকের মত তারকারাও একই ঘটনার শিকার হয়েছেন।
তবে হেনস্থার ঘটনা নতুন না হলেও এভাবে কোন শিল্পীর রিঅ্যাক্ট করার ঘটনা এটাই প্রথম।