Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৮, ২০২৫

লন্ডনে স্থাপিত হচ্ছে শাহরুখ-কাজলের মূর্তি

ভারতীয় চলচ্চিত্র এক অনন্য মুহূর্তের দ্বারে। লন্ডনের লেস্টার স্কোয়ারে ব্রোঞ্জের মূর্তি তৈরির মাধ্যমে সম্মানিত হতে চলেছে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’। ১৯৯৫ সালের ফিল্মের সেই অবিস্মরণীয় প্রতীকী ভঙ্গি, যেখানে একে অপরকে আলিঙ্গন করছেন শাহরুখ-কাজল! তেমনই এক মূর্তি এবারের বসন্তে ‘সিনস ইন দ্য স্কোয়ার’ ফিল্মের ট্রেইলের অংশ হিসেবে স্থাপন করা হবে।  

ভারতীয় গণমাধ্যমসূত্রে জানা গেছে, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ সিনেমায় রাজ-সিমরানের একটি আইকনিক মুহূর্তের ভঙ্গিমার ব্রোঞ্জের মূর্তি বসছে লন্ডনে।

বলিউডের এই চিরসবুজ ভালোবাসার গল্প এবার জায়গা করে নিচ্ছে হ্যারি পটার, মি. বিন, মেরি পপিনস-এর পাশে— একেবারে সিনেমার আন্তর্জাতিক মানচিত্রে!  

আয়োজক সংস্থা ‘হার্ট অফ লন্ডন বিজনেস অ্যালিয়েন্স’ জানিয়েছে, ‘ডিডিএলজে’র এই সম্মান ৩০ বছর পূর্তির শ্রদ্ধাঞ্জলি। সিনেমাটির অনেক দৃশ্যেই দেখা গিয়েছিল ছিল লন্ডনের টাওয়ার ব্রিজ, কিংস ক্রস স্টেশন, হাইড পার্ক এবং লিসেস্টার স্কোয়ারে। এবার সেই প্রেমের শহরে প্রেমের ইতিহাসও লেখা হল। শাহরুখ-কাজল আন্তর্জাতিক সিনেমার কিংবদন্তি।

ডিডিএলজে শুধু বলিউড নয়, বিশ্বের অন্যতম সফল সিনেমা। এই সিনেমাতেই প্রথমবার লেস্টার স্কোয়ারের দৃশ্য ছিল। মূর্তিটি শুধু বলিউডের নয়, লন্ডনের বৈচিত্র্যকেও উদযাপন করছে। তাই এই মূর্তি বৈচিত্র্য আর সিনেমার মিলন ঘটাবে।

যশরাজ ফিল্মসের অন্যতম কর্ণধার অক্ষয় উইধানি বলেন, “যখন ডিডিএলজে মুক্তি পায়, তখনই এ সিনেমা বলিউডকে বিশ্বের মানচিত্রে নিতে সক্ষম হয়েছিল। তাই এই ব্রোঞ্জ মূর্তি শুধু সম্মান নয়, এটা একটি সাংস্কৃতিক সেতুবন্ধন যা বোঝায় আজও সেই প্রেমের গল্প মানুষ বিশ্বাস করে।”

দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র শুটিং হয়েছিল লন্ডনের কিংস ক্রস স্টেশন, টাওয়ার ব্রিজ, হাইড পার্ক আর হর্সগার্ডস অ্যাভিনিউ-এর মতো একাধিক স্পটে। এবার সেই সব মুহূর্তের সাক্ষী হতে চলেছে লন্ডনের সিনেমার রাজপথও। ২৯ মে ম্যানচেস্টার অপেরা হাউসে প্রিমিয়ার হতে চলেছে ‘কাম ফল ইন লাভ–দ্য ডিডিএলজে মিউজিক্যাল’-এর।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

তিন নায়িকাকে নিয়ে জোভানের সৎ মন্তব্য

জোভানের মতে তারা ন্যাচারাল, আন্তরিক ও সুইট আজ অভিনেতা ফারহান আহমেদ জোভানের জন্মদিন। এদিকে তার অভিনীত ইউটিউব…

সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো নিষিদ্ধ চান ঐশী

সংগীতশিল্পী ঐশী ধরুন, রূপকথার সেই আলাদিনের চেরাগ পেলেন আপনি! তাতে ঘষাও দিলেন। ‘জো হুকুম’ বলে বেরিয়ে এলো…

ফেলুদার নতুন সিরিজ

ফেলুদার নতুন সিরিজ : দুর্গাপূজায় আসছে রহস্যের ওয়েব সিরিজ বাংলা সাহিত্যের ইতিহাসে গোয়েন্দা চরিত্রের কথা উঠলেই…
Exit mobile version