কবি নজরুল ইনস্টিটিউটের নতুন নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন লেখক ও গীতিকার লতিফুল ইসলাম শিবলী।
২২ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে বিষয়টি নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, কবি নজরুল ইনস্টিটিউট আইন অনুযায়ী লতিফুল ইসলাম শিবলীকে এ পদে পরবর্তী দুই বছর মেয়াদে কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক পদে নিয়োগ করা হলো।
তিনি যোগ করেন, ‘লেখক হিসেবে আমি সারা জীবনই বিদ্রোহী কবি নজরুলের মতো হতে চেয়েছিলাম। আমার লেখালেখির ভেতর যে দ্রোহ, বিদ্রোহের ছিটেফোঁটা এবং সত্যের পক্ষে দাঁড়ানোর সাহস, সবকিছুরই মূল অনুপ্রেরণা কাজী নজরুল ইসলাম।’
প্রসঙ্গত, লতিফুল ইসলাম শিবলীর জন্ম নাটোর জেলায়। নব্বই দশক জুড়ে তিনি লিখেছেন ৪০০টিরও বেশি গান। কিংবদন্তি সংগীত শিল্পী আইয়ুব বাচ্চুর ‘হাসতে দেখো গাইতে দেখো’, ‘সুখেরই পৃথিবী সুখেরই অভিনয়’, ‘আমি কষ্ট পেতে ভালোবাসি’, ‘মাকে বলিস’ থেকে শুরু করে জেমসের ‘জেল থেকে বলছি’, ‘প্রিয় আকাশী, ‘বিবাগী’, ‘পালাবে কোথায়’, কিংবা মাইলসের ‘পলাশীর প্রান্তর’, সোলসের ‘হাজার বর্ষা রাত’ সহ আরও অনেক সাড়াজাগানো গান তার লেখা।