৮০ তম ভেনিস চলচ্চিত্র উৎসবে রোমান পোলানস্কি ও উডি অ্যালেনের অন্তর্ভুক্তির জেরে প্রতিবাদের ঝড় উঠেছে। উৎসবটির মূল প্রবেশপথে পরিচালকদের বিরুদ্ধে ইতালিয়ান, ইংরেজি ও ফরাসি ভাষায় ব্যানার টাঙ্গিয়েছে অজ্ঞাত কিছু প্রতিবাদকারী।
৩ সেপ্টেম্বর আবিষ্কার হওয়া ব্যানারগুলোতে পরিচালকদের ‘ধর্ষণকারী’ হিসেবে আখ্যা দিয়ে উৎসবে তাদের উপস্থিতিকে তিরস্কার করা হয়েছে। একই কায়দায় লেখা ব্যানারগুলোর জন্য কাউকে গ্রেফতার করতে পারেনি স্থানীয় পুলিশ।
২ সেপ্টেম্বর ভেনিস চলচ্চিত্র উৎসবে রোমান পোলানস্কির সিনেমা ‘দ্য প্যালেস’- এর প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ছবিটির স্ক্রিনিং শেষে উপস্থিত দর্শক প্রায় ৩ মিনিটের জন্য দাঁড়িয়ে করতালির সাথে উৎসব প্রাঙ্গন মুখরিত করে তোলে। তবে ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়ালেও যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ব্রিটেনে ডিস্ট্রিবিউটর পাচ্ছে না সিনেমাটি।
১৯৭৭ সালে ১৩ বছরের এক কিশোরীর সাথে যৌন সংসর্গের অপরাধ স্বীকার করে ইউরোপে পালিয়ে যান রোমান পোলানস্কি । এখনও যুক্তরাষ্ট্রের পলাতক আসামির তালিকায় রয়েছেন তিনি। ভেনিস চলচ্চিত্র উৎসবে নিজের ছবির প্রদর্শনী হলেও সেখানে উপস্থিত ছিলেন না ‘দ্য পিয়ানিস্ট’ খ্যাত পরিচালক।
অন্যদিকে ৪ সেপ্টেম্বর নিজের চলচ্চিত্রের প্রদর্শনীর জন্য ভেনিসে পৌঁছেছেন উডি অ্যালেন। ১৯৯২ সালে নিজের দত্তক নেওয়া কন্যাসন্তানকে যৌন নিপীড়নের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।
তাদের দুইজনেরই অতীতের কথা মাথায় রেখে ৮০ তম ভেনিস চলচ্চিত্র উৎসবে তাদের আমন্ত্রণে বরাবরই সমালোচনার শিকার হয়েছে উৎসব কর্তৃপক্ষ।