বলিউডের কিং অফ রোম্যান্স শাহরুখ খান ভবিষ্যতে আর কোনো রোমান্টিক সিনেমায় কাজ করবেন না। হঠাৎ এমনই ইঙ্গিত দিলেন তিনি। এতে কিছুটা হতাশ শাহরুখ ভক্তরাও।
‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবির ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শাহরুখকে করণ জোহর বলেন, “শাহরুখ চিরকালের ‘জাওয়ান’, প্রেমের গল্পে চিরকাল অভিনয় করতে পারবেন তিনি।” এর উত্তরে শাহরুখ বলেন, “আমি জানি না রোমান্টিক সিনেমায় অভিনয় আর করবো কিনা। এখন ছোটদের এসব করতে দিন।”
রোমান্টিক ছবিতে শাহরুখের চেয়ে ভালো আর কেউ অভিনয় করতে পারেন না বলে মনে করেন নির্মাতারাও। তবে দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরে শাহরুখ খান ধরা দিয়েছেন অন্য রূপে, নিজের খোলস ছেড়ে অ্যাকশন মেজাজে হাজির হয়েছিলেন তিনি। রোমান্স কিং-কে অ্যাকশন হিরো হিসেবে যে সাদরে গ্রহণ করেছেন ভক্তরাও, তার প্রমাণ বিশ্ব কাঁপানো সিনেমা ‘জাওয়ান‘। তাই ভবিষ্যতে হয়তো এমন সকল গল্পের সিনেমাতেই বেশি কাজ করবেন তিনি।