প্রতারণার অভিযোগ এসেছে বলিউডের কোরিওগ্রাফার রেমো ডি’সুজা ও তার স্ত্রী লিজেলের বিরুদ্ধে। যে অভিযোগে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম মিড ডে’র তথ্যানুযায়ী, রেমো ও লিজেলের বিরুদ্ধে ১১ কোটি ৯৬ লাখ টাকার প্রতারণার অভিযোগে মামলাটি করা হয়েছে। এই প্রতারণার মামলার তালিকায় রয়েছেন আরও কয়েকজন। তারা হলেন ওমপ্রকাশ শংকর চৌহান, রোহিত যাদব, ফ্রেম প্রোডাকশন কোম্পানি বিনোদ রাউত এবং রমেশ গুপ্তা।
২৬ বছরের এক নৃত্যশিল্পীর অভিযোগের ভিত্তিতে দায়ের করা হয়েছে এ মামলা। সেই নৃত্যশিল্পী দাবি করেছেন যে, মহারাষ্ট্রের একটি নাচের দল এক টেলিভিশন শো-এর প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। সেখানে তারা জয়ীও হয়েছিল। জয়ীদের জন্য নির্ধারণ করা হয়েছিল ১১ কোট ৯৬ লাখ টাকার মূল্যের পুরস্কার। তবে অভিযুক্তরা কর্তৃপক্ষকে দাবি করেন, বিজয়ী নাচের দলটি তাদের। এ কারণে বিজয়ী হওয়ার পুরস্কারের সব টাকা নাচের দলটিকে না দিয়ে তারা আত্মসাৎ করেন।
অভিযোগকারী ও তার দলের সঙ্গে প্রতারণাটি হয়েছে ২০১৮ থেকে ২০২৪ সালের জুলাই মাসের মধ্যে।
প্রসঙ্গত, কোরিওগ্রাফার হিসেবে বলিউডে একটি প্রতিষ্ঠিত নাম রেমো ডি’সুজা। আর ২০০৯ সাল থেকে বহু ডান্স রিয়েলিটি শো-তে বিচারকের দায়িত্ব পালন করে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। ‘ডান্স ইন্ডিয়া ডান্স’ থেকে শুরু করে ‘ঝলক দিখলা জা’, ‘ডান্স কে সুপারস্টারস’, ‘ডান্স প্লাস’, ‘ডান্স চ্যাম্পিয়নস’, ‘ইন্ডিয়াস বেস্ট ডান্সার’, ‘ডিআইডি লিটল মাস্টার’ এবং ‘ডিআইডি সুপার মমস’ প্রোগ্রামের বিচারকের দায়িত্ব পালন করেছেন রেমো।