আজ বৃহস্পতিবার ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার গড় পাসের হার ৬৮.৪৫ শতাংশ। এবারের পাসের হার বিগত কয়েক বছরের তুলনায় কম।
এবারের রেজাল্ট নিয়ে যখন অনেকেই হাসিখুশি অনেকেই মর্মাহত তখন ছোট পর্দার অভিনেতা ফারহান আহমেদ জোভান সামাজিকমাধ্যমে এক পোস্ট দিয়েছেন। যেখানে এসএসসি ও সমমান পরীক্ষার রেজাল্টকে একটি কাগজের সঙ্গে তুলনা করেছেন।
জোভান লিখেছেন, রেজাল্ট মাত্র একটা কাগজের টুকরা কিন্তু তুমি মা-বাবার কলিজার টুকরা। এসএসসি ফল ইতোমধ্যে প্রকাশ হয়েছে।‘
জোভানের স্ট্যাটাসটি ছাত্র-ছাত্রীদের মধ্যে নিজের জীবন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য দেওয়া বলে ধারণা করেছেন অনেকেই। কারণ প্রতি বছরই পরীক্ষায় খারাপ ফলাফলের কারণে অসংখ্য ছাত্র-ছাত্রী আত্মহত্যার পথ বেছে নেয়। আর তা থেকেই জোভানের সোনার টুকরা কথার আবির্ভাব বলে মনে করছেন অনেক নেটিজেন।
এই কথার পরে কমেন্ট বক্সে নেটিজেনরা এ অভিনেতার সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। মজুমদার শিমুল নামে একজন লিখেছেন, বাহ কেয়া ব্যাত। একজন লিখেছেন, ‘সহমত খুবই সুন্দর কথা বলছেন।’ আরেকজনের মন্তব্য, ‘এরকম কত সার্টিফিকেট ঘরে পরে আছে কোনো কাজে আসেনি।’
এক নেটিজেন জোভানকে তাঁর এসএসসির রেজাল্টও জিজ্ঞেস করেছেন।
এ বছর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত ১০ এপ্রিল। পরীক্ষা শেষ হয় ১৩ মে।
এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিত-অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। ২০২৪ সালের তুলনায় এবার প্রায় এক লাখ পরীক্ষার্থী কম ছিল। এবার ফল তৈরি হয়েছে ‘বাস্তব মূল্যায়ন’ নীতিতে।