‘ভুল ভুলাইয়া’ সিনেমার তৃতীয় কিস্তি মুক্তির পর থেকেই আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন অভিনেতা রাজপাল যাদব। সিনেমাটিতে ‘ছোটা পন্ডিত’ রূপে ফিরে এসে দর্শকদের মন জয় করে নিচ্ছেন তিনি। তবে এমন ইতিবাচকভাবে সাড়া ফেলার মাঝেই, ঘটে গেল একটি অনাকাঙ্খিত ঘটনা। যার কারণে এবার সমালোচনার মুখে পড়েছেন এ অভিনেতা।
মূলত একজন সাংবাদিকের মুঠোফোন কেড়ে নিয়ে সমালোচিত হচ্ছেন রাজপাল। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের তথ্যানুযায়ী, উত্তরপ্রদেশের একটি হিন্দি প্রকাশনায় কর্মরত একজন সাংবাদিক একটি ভিডিও প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দেখা যাচ্ছে, রাজপালকে ঘিরে রেখে একজন সাংবাদিক তার মুঠোফোনে অভিনেতার ভিডিও রেকর্ড করছিলেন। অভিনেতাকে জিজ্ঞেস করা হয়, বর্তমানে তার হাতে কেমন কাজ আছে। প্রশ্নের জবাবে অভিনেতা বলেন, এখন প্রতি দেড় মাস অন্তর দর্শক তাকে দেখতে পারবে।
তারপরই দীপাবলির দিন রাজপালের এক মন্তব্য নিয়ে প্রশ্ন করেন সেই সাংবাদিক। প্রশ্নটি শুনেই বিরক্ত হন রাজপাল। এরপর সাংবাদিকের হাতের ফোনটি কেড়ে নেন তিনি। রেগে গিয়ে সাংবাদিকের কাছ থেকে ফোন কেড়ে নেওয়ার এই মুহূর্তটিই বর্তমানে ভাইরাল নেট দুনিয়ায়। এমনকি যে সাংবাদিক ভিডিওটি প্রকাশ করেছেন, তার দাবি- রাজপাল নাকি ফোনটি ছুঁড়েও ফেলার চেষ্টা করেছিলেন।
উল্লেখ্য যে, কিছুদিন আগেই রাজপাল তার অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে একটি পোস্ট করে ভক্তদের অনুরোধ করে বলেন, দীপাবলিতে যেন আতশবাজি না ফাটানো হয়। কেননা, আতশবাজি পরিবেশের জন্য ক্ষতিকর। কিন্তু এ পোস্টের কারণে সমালোচনার মুখে পড়েন তিনি। এরপর সেই পোস্ট মুছে ফেলে ক্ষমাও চান রাজপাল।