২১ জানুয়ারি সকালে অনুষ্ঠিত হয় চলচ্চিত্রে নারী শীর্ষক একটি সেমিনার। দুইদিন ব্যাপী এই আয়োজনের উদ্বোধন করেন ভারতের চলচ্চিত্র ব্যক্তিত্ব শর্মিলা ঠাকুর।
তবে সকাল সকাল তিনি বেশ রুষ্ট হন আয়োজকদের উপর। চলচ্চিত্রে নারীর ভূমিকা নিয়ে এই দিনভর আয়োজনে বিষয়টিকেই গুরুত্ব দেওয়ার অনুরোধ করেন। গণমাধ্যমের উপস্থিতি নিয়ন্ত্রণ করতে হিমশিম খাওয়ায় তিনি এই বিরক্তি প্রকাশ করেন।
তিনি বলেন, ২৬ জানুয়ারি প্রেস কনফারেন্সেই কেবল গণমাধ্যমের সাথে কথা বলবেন। যে ঘোষণা ২১ তারিখেই করা হয়েছে।
শর্মিলা অনুরোধ করেন, যে বিষয়ে যে আয়োজন সেটাই মুখ্য হোক। গণমাধ্যম সমান গুরুত্ব পাবে শিডিউল অনুযায়ী।