বাংলাদেশের শরিফুল রাজের সাথে জুটি বেঁধে পর্দায় আসছেন ওপার বাংলার স্বস্তিকা মুখার্জি। নির্মাতা হিমু আকরামের ‘আলতা বানু কখনো জোছনা দেখেনি’ সিনেমায় দেখা যাবে নতুন এই জুটিকে।
নতুন জুটির নাম ঘোষণা করে পরিচালক হিমু আকরাম জানিয়েছেন, ‘রাজ ও স্বস্তিকাকে নিয়ে ছবিটি করতে যাচ্ছি। দুজনের সঙ্গেই চুক্তি স্বাক্ষর করেছি। দুজনের লুক সেটও শেষ হয়েছে। আশা করছি, মাস দু-একের মধ্যেই শুটিং শুরু করতে পারব।’
অভিনেত্রী স্বস্তিকা একটি ভিডিও বার্তায় বলেন, ‘আলতা বানু কখনো জোছনা দেখেনি’ ছবিটির চিত্রনাট্য অসাধারণ লেগেছে আমার কাছে। গল্প শুনে, চিত্রনাট্য পড়েই কাজটি করার জন্য চুক্তি করেছি। কিন্তু অনেক দিন হয়ে গেল এখনো শুটিং শুরু হলো না। এখনো চূড়ান্ত শিডিউল হাতে পাইনি। তবে শুনেছি, জুলাই মাসে শুরু হতে পারে। শুটিংয়ের জন্য অপেক্ষা করছি।’
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের খবরে, ‘আলতা বানু কখনো জোছনা দেখেনি’ একটি ডার্ক থ্রিলার ছবি। মূলত আলতা বানু (স্বস্তিকা)ও প্রেম চাঁদ (রাজ) কে ঘিরেই ছবির গল্প আবর্তিত হবে।
উল্লেখ্য, রাজ ও স্বস্তিকা ছাড়া সিনেমায় আরও অভিনয় করবেন মামুনুর রশীদ, ইরেশ যাকের, ডা. এজাজুল ইসলাম, নাজনীন চুমকিসহ আরও অনেকে।