পারিবারিক আয়োজনে কনে তুলতুল ইসলামের সাথে বিয়ে সম্পন্ন করেছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের ‘হাবু ভাই’ হিসেবে পরিচিত অভিনেতা মাহবুবুর রহমান চাষী ওরফে চাষী আলম। কিন্তু গায়ে হলুদ ও বিয়ের অনুষ্ঠানের আয়োজন করার পর রিসিপশনের অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কেন এই সিদ্ধান্ত? জানিয়েছেন অভিনেতা নিজেই।
চাষী আলম জানান, রিসেপশনের অনুষ্ঠান আয়োজন করতে যে টাকা খরচ হতো, তা তিনি এতিমখানায় দান করে দিতে চান।
অভিনেতার ভাষ্যমতে, “আমার শুভাকাঙ্ক্ষীর সংখ্যা অনেক। বন্ধুবান্ধবও অনেক। তুলতুলের পরিবারেও অনেকে রয়েছে। বড় করে অনুষ্ঠান করতে গেলে ইচ্ছাকৃত বা মনের অজান্তেই অনেকে বাদ পড়তে পারেন। সেটা চাইছি না। তাই আমার রিসেপশনে যে টাকা খরচ হতো, সেই টাকা দিয়ে আমি এতিমদের খাওয়াতে চাই।”
তবে শুধুমাত্র একবেলা নয়, তিন দিনে মোট তিনবেলা এতিমখানায় ভোজনের ব্যবস্থা করার পরিকল্পনা করেছেন তিনি। চাষী আলম বলেন, “খাওয়ালে ভালোভাবে খাওয়াবো। এরই মধ্যে একটা এতিমখানার খোঁজ পেয়েছি। সাভারের বিরুলিয়ায় যেটা অবস্থিত। এই এতিমখানা মেয়েদের। সচরাচর মেয়েদের এতিমখানা দেখা যায় না। তাই আমার ইচ্ছা, সেখানকার এতিমদেরকেই খাওয়াবো।”
রিসিপশনের প্রোগ্রাম বাতিল করে এতিমদের খাওয়ানোর এই সিদ্ধান্তে পুরোপুরি সমর্থন করছেন তার স্ত্রী তুলতুল। নববধূর ভাষ্যমতে, “আমি বলেছি, আলহামদুলিল্লাহ। এটা অবশ্যই ভালো কাজ।”
প্রসঙ্গত, তুলতুলের ডাকনাম মোহনা। রাজধানীর বাড্ডায় পরিবারের সাথে থাকতেন তিনি। দুই বোন ও এক ভাইয়ের মাঝে সর্বকনিষ্ঠ তিনি।