ফরাসী দেশের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর ঢাকায় আগমনের খবরে ইতিমধ্যেই সরগরম দেশী মিডিয়াপাড়া। বাংলাদেশ সফরে এসে মাখোঁর আলোড়ন সৃষ্টি করা ঘটনা হলো তার পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী ‘জলের গান’-এর সংগীতশিল্পী রাহুল আনন্দের বাড়িতে যাওয়া। এই মিউজিশিয়ানের বাড়িতে এসে সময় কাটানোর পাশাপাশি তাকে একটি কলম উপহার দিয়েছেন সংগীতপ্রেমী এই প্রেসিডেন্ট। সাথে আগ্রহ প্রকাশ করেছেন সেই কলমে লেখা রাহুলের গান শুনতে।
১০ সেপ্টেম্বর রাতে ঢাকায় পৌঁছান মাখোঁ। সেদিন রাতেই তিনি উপস্থিত হন রাহুলের বাসায়। সেখানে এই শিল্পী ও তার পরিবারের সাথে ১ ঘণ্টা ৪০ মিনিট সময় কাটান তিনি। বর্তমানে এর মধ্যে থেকে কিছু কিছু মুহূর্ত ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতায় পাতায়।
রাহুল নিজেও তার অফিশিয়াল ফেসবুক হ্যান্ডেল থেকে শেয়ার করেন মাখোঁর সাথে কাটানো তাদের একটি মুহূর্ত। পাশাপাশি আরও শেয়ার করেন ফ্রান্সের প্রেসিডেন্ট থেকে উপহার পাওয়া কলমটির ছবি। এই গীতিকার ও বাদ্যযন্ত্রী তার পোস্টের ক্যাপশনে লিখেন, ‘ফরাসী দেশের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ- এর দেয়া সুন্দরতম উপহার… একটা “কলম”! উনি প্রতিশ্রুতি নিয়েছেন আমি যেনো এই কলম দিয়ে গান ও কবিতা লিখি… লিখি প্রকৃতি ও প্রাণের কথা… একদিন উনি সেই গান শুনবেন! পৃথিবী সুন্দর হোক।‘
প্রসঙ্গত, রাহুল ও তার পরিবারের সাথে সময় কাটানোর পর মাখোঁ পরিদর্শন করেন ‘জলের গান’-এর স্টুডিও। মাখোঁর আগমন উপলক্ষে রাহুলের ধানমন্ডির বাড়ি সাজানো হয়েছিল অপরূপ সাজে। রাহুল ফেসবুকে তার সাজানো বাড়ির একটি ছবিও পোস্ট করেন। ক্যাপশনে লিখেন, ‘আমাদের “ভাঙ্গাবাড়ি” আজ অপরূপ সাজে সেজেছিলো… ফ্রান্সের প্রেসিডেন্ট-কে বরণ করে নিতে!’
বাংলাদেশ সফরে এসে ফরাসী প্রেসিডেন্টের এই সংগীতশিল্পীর বাড়িতে যাওয়া থেকে শুরু করে তাকে কলম উপহার দিয়ে সেই কলমে লেখা গান শুনতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করার ঘটনাটি কেবল রাহুলের কাছেই নয়, বাংলাদেশের সংগীতের ইতিহাসেই থাকবে স্মরণীয় হয়ে।