জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারকে সাহায্য করতে আয়োজন করা হচ্ছে কনসার্টের। যেখানে গান গাইবেন শ্রোতাপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। এবার শুরু হয়ে গেলো আলোচিত এই কনসার্টের টিকিট বিক্রি।
ঢাকায় অনুষ্ঠিতব্য রাহাতের এই কনসার্টের নাম ‘ইকোস অব রেভল্যুশন’। এ কনসার্টের আয়োজন করছে ‘স্পিরিটস অফ জুলাই’ শিরোনামের প্ল্যাটফর্ম। ২১ ডিসেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়ামে কনসার্টটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ইতিমধ্যেই আয়োজক প্ল্যাটফর্ম নিশ্চিত করেছে টিকিট বিক্রি শুরু হওয়ার বিষয়টি। আগ্রহী দর্শকরা অনলাইন থেকে টিকিট কিনতে পারছেন। গেট সেট রক প্ল্যাটফর্মে সর্বোচ্চ ১০ হাজার টাকায় ভিআইপি ক্যাটাগরির টিকিট বিক্রি হচ্ছে। এছাড়াও আছে সাড়ে চার হাজার ও আড়াই হাজার টাকার টিকিট।
রাহাত ফতেহ আলী খান ছাড়াও ‘ইকোস অব রেভল্যুশন’ কনসার্টে আরও গান গাইবে শ্রোতাপ্রিয় কয়েকটি বাংলাদেশি ব্যান্ড ও সংগীতশিল্পী। আর্টসেল, চিরকুট, আফটারম্যাথ, র্যাপার সেজান, র্যাপার হান্নান ও সিলসিলার পরিবেশনা থাকবে বলে জানা গেছে।
আয়োজকরা জানিয়েছেন, কনসার্টটি থেকে যে পরিমাণ অর্থ আয় হবে, সবটুকুই শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনে অনুদান হিসেবে দেওয়া হবে।
ঢাকার শ্রোতাদের এর আগেও সুরের জাদুতে মন্ত্রমুগ্ধ করেছেন রাহাত ফতেহ আলী খান। কাওয়ালি ও গজলের পাশাপাশি বলিউড সিনেমায় প্লেব্যাক করে ভারতীয় উপমহাদেশের অন্যতম পরিচিত সঙ্গীতশিল্পী হিসেবে পরিণত হয়েছেন তিনি। তার গাওয়া উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে রয়েছে ‘ও রে পিয়া’, ‘জগ সুনা সুনা লাগে’, ‘তেরে বিন’, ‘তেরি ওর’, ‘ম্যায় যাঁহা রাহুঁ’, ‘তেরে মাস্ত মাস্ত দো ন্যায়ন’ ইত্যাদি।