রাশমিকার ফেক ভিডিও তৈরির জন্য যে তরুণীর ক্লিপ ব্যবহার করা হয়েছিল এবার মুখ খুললেন সেই জারা প্যাটেল। এই ঘটনায় তিনি আতঙ্কিত এবং দুঃখিত বলে জানান এই তরুণী।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে জারা বলেন, “আমার শরীরের উপর কেউ এক অভিনেত্রীর মুখ বসিয়ে কারসাজি করে ‘ ডিপফেক’ ভিডিও তৈরি করেছেন। এই ঘটনাটি জানার পর আমি আতঙ্কিত এবং মর্মাহত। সম্পূর্ণ ঘটনা নিয়ে আমি নিজেও খুব অশান্তির মধ্যে রয়েছি। আর আমি বর্তমান তরুণীদের নিয়ে বেশি চিন্তিত। এই ঘটনার পর তারা সামজিক যোগাযাগমাধ্যমে নিজেদের তুলে ধরতে আরও ভয় পাবে।”
তার ফলোয়ারদের সতর্ক করে বলেন, “ইন্টারনেটে যা দেখা যায় তা সব সত্য নয়। একটু সময় নিন। কোনটা সত্য, কোনটা মিথ্যা সেটির সত্যতা আগে যাচাই করুন।”
৯ অক্টোবর জারার ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ভিডিও তে ‘ডিপফেক’ ব্যবহার করে দক্ষিনী অভিনেত্রী রাশমিকা মান্দানার চেহারা বসিয়ে ছড়ানো হয়। এ বিষয়ে তার অভিজ্ঞতার কথা জানিয়ে ৬ নভেম্বর নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন এই অভিনেত্রী।