‘অ্যানিমেল’ সিনেমা দিয়ে আলোচনায় থাকা রণবীর কাপুরের ‘রামায়ণ’ সিনেমার প্রস্তুতি চলছে পুরোদমে। বিগ বাজেটের এই সিনেমার জন্য নাকি খরচ করা হচ্ছে প্রায় ১ হাজার কোটি রুপি!
পিঙ্কভিলার খবরে, ‘সিনেমাটির জন্য প্রথম পার্টের জন্য ১০০ মিলিয়ন ডলার (৮৩৫ কোটি রুপি) বাজেট ধরা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ১৬৮ কোটি টাকা (রুপি থেকে টাকার হিসাবে)। তবে এখানেই শেষ নয়। বাজেট নাকি আরও বাড়তেও পারে! আর এই বাজেট শুধুমাত্র প্রথম কিস্তির জন্য।’
ভারতের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হিসেবে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে রামায়ণ।
ভারতীয় গণমাধ্যম গুলো খবরে, ‘রামায়ণ’ সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজের জন্য ৬০০ দিন ব্যয় হবে। এর ভিএফএক্সের দায়িত্ব দেয়া হয়েছে অস্কারজয়ী সংস্থা ডিএনইজিকে। হিন্দি, তামিল, তেলেগু ছাড়া আরো বেশ কিছু ভাষায় সিনেমাটি মুক্তি পাবে। বক্স অফিস বিশ্লেষক সুমিত জানিয়েছেন, ২০২৭ সালের অক্টোবরে মুক্তি পাবে ‘রামায়ণ’।
উল্লেখ্য, ২০২৭ সালে মুক্তির আশায় থাকা ‘রামায়ণ’ সিনেমায় রণবীর কাপুর ও সাই পল্লবী ছাড়া আরও অভিনয় করছেন হনুমান চরিত্রে সানি দেওল। রাবণের ভাই বিভীষণের চরিত্রে বিজয় সেতুপতি ও রানী কৈকেয়ীর ভুমিকায় থাকছেন অভিনেত্রী লারা দত্ত।