সত্য ঘটনা অবলম্বনে সিনেমা নির্মাণ করে ইতিমধ্যেই দর্শকদের কাছে তুমুল জনপ্রিয় হয়ে উঠেছেন নির্মাতা রায়হান রাফি। আরও একবার দর্শকদের তিনি উপহার দিতে যাচ্ছেন সত্য ঘটনা অবলম্বনে সিনেমা। নির্মাতা এবার ঘোষণা দিলেন চব্বিশের গণ–অভ্যুত্থান নিয়ে সিনেমা তৈরির।
২৬ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে দেখা গেছে রায়হান রাফিকে। সেখানে ড. মুহম্মদ শহীদুল্লাহ একাডেমিক ভবনে ‘বাংলাদেশের চলচ্চিত্রের সাম্প্রতিক গতিপ্রকৃতি এবং ভবিষ্যৎ’ নিয়ে আলোচনায় অংশ নেন তিনি। এই অনুষ্ঠানেই তিনি ঘোষণা দেন সিনেমার মাধ্যমে চব্বিশের গণ–অভ্যুত্থান সবার কাছে তুলে ধরার।
মূলত রাফিকে এক শিক্ষার্থী প্রশ্ন করেন, তিনি জুলাই গণ–অভ্যুত্থান নিয়ে চলচ্চিত্র বানাবেন কি না।
নির্মাতা যোগ করেন, ‘সিনেমা এমনই শিল্প, যার মাধ্যমে প্রতিবাদ করা যায়, সমাজ ব্যবস্থাকে তুলে আনা যায়। এর মাধ্যমে একটা গল্পকে একটা জায়গায় বন্দী করা যায়। এই যে আমাদের একটা আন্দোলন হলো, একটা সময় গিয়ে কিন্তু মানুষ ভুলে যাবে। মানুষ দেখবে না, জানবে না। কিন্তু এগুলো কোনো সিনেমাতে যখন এই দৃশ্যগুলো থাকবে, তখন কিন্তু মনে থাকবে।’
উল্লেখ্য যে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠিত এ আলোচনা অনুষ্ঠানটি আয়োজন করে চলচ্চিত্র বিষয়ক পত্রিকা ও সংগঠন ‘ম্যাজিক লণ্ঠন’। বার্ষিক এই আলোচনায় অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন রাফি।