‘হোয়াট আ শো’ উপস্থাপক রাফসান সাবাব ২৭ ডিসেম্বর সরাসরি মাগুড়া থেকে আসছেন লাইভে। আর এবারের অতিথি সাকিব আল হাসান।
চ্যানেল আইয়ের এই আয়োজন ইতিমধ্যেই জনপ্রিয়তা পেয়েছে। ইউটিউবেও আছে এর মিলিয়ন ভিউ। আর সাকিব আল হাসান সর্বস্তরের তারকা। ক্রিকেটের অলরাউন্ডার তো বটেই, রাজনীতির মাঠেও তিনি সরব। লড়ছেন দ্বাদশ জাতীয় নির্বাচন মাগুড়ার ১ নম্বর আসন থেকে। তাই এবার এই শোয়ের দিকে নজর সবার। কী বলবেন রাফসান? আর কী উত্তর দেবেন সাকিব আল হাসান?
জানতে চোখ রাখুন চিত্রালীতে।