১৭ নভেম্বর শুরু হচ্ছে দুইদিন দিনব্যাপী রাধারমণ লোকসঙ্গীত উৎসব। ‘রাধারমণ কমপ্লেক্স নির্মাণ সময়ের দাবি’ স্লোগানে উৎসবের ১৩তম আসর বসেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উন্মুক্ত মঞ্চে। এবারের আয়োজনে গাইবেন দেশব্যাপী দেড় শতাধিক বাউলশিল্পী।
প্রতিদিন বিকেল সাড়ে চারটায় শুরু হয়ে রাত নয়টা পর্যন্ত চলবে রামায়ণ উৎসব।
আয়োজক কর্তৃপক্ষ জানান, “লোকসংগীত উৎসবে রাধারমণ, হাসন রাজা, উকিল মুন্সী, মনমোহন দত্ত, শেখ ভানু, ফকির দীন হীন, শাহ আরকুম আলী, দীন শরৎ, শাহ আবদুল করিম, দুর্বিন শাহ, কালা শাহের গান ও বাণী পরিবেশিত হবে। এছাড়াও উৎসবে সবাইকে ক্রেস্টসহ আর্থিক সম্মানী প্রদান করা হবে।”
তারা আরও বলেন, “উৎসবের শেষ দিন বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ, রাধারমণ সংস্কৃতিচর্চা কেন্দ্রের যৌথ উদ্যোগে, একাত্তরের উদ্যেগে ভারতীয় ‘পিপ্পা’ চলচ্চিত্রে কাজী নজরুল ইসলামের বিখ্যাত ‘কারার ঐ লৌহকপাট’ গানটি বিকৃত সুরারোপের প্রতিবাদে শুদ্ধস্বরে গানটি গেয়ে প্রতিবাদ জানানো হবে।”