প্রথমবারের মত পর্দায় একসাথে ধরা দিতে যাচ্ছেন অভিনয়শিল্পী শরিফুল রাজ ও শবনম বুবলী। সিনেমার নাম- ‘দেয়ালের দেশ’। ২ অক্টোবর এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই সিনেমা নিয়ে সরব হলেন সংশ্লিষ্টরা।
শুটিংয়ের কাজ ২০২২ সালের ডিসেম্বর মাসে শেষ হলেও এতদিন সিনেমাটি নিয়ে জানা যায়নি কিছুই। অবশেষে জানা গেলো বিস্তারিত। এই বছরই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।
প্রেমের গল্প নিয়ে নির্মাণ করা হয়েছে ‘দেয়ালের দেশ’। কিন্তু প্রকাশিত প্রথম পোস্টারেই সম্পূর্ণ ভিন্ন চিত্র। কারণ সেখানে দেখা যাচ্ছে- লাশঘরে একটি ফ্রিজারে বুবলীর লাশ। আর লাশের পাশেই বসে আছেন রাজ। রহস্যের শুরু পোস্টার থেকেই।
নতুন জুটি ও নতুন সিনেমা নিয়ে রাজ জানান, “সুন্দর একটি সিনেমা নির্মাণ করতে আমরা সবাই সাধ্যমতো চেষ্টা করেছি। পর্দায় আমাদের কেমিস্ট্রি ফুটিয়ে তোলার জন্য বুবলী ও আমি শুটিংয়ে যাওয়ার আগে রিহার্সাল করেছি। চরিত্রের সঙ্গে মানিয়ে নিতে শারীরিক ও মানসিকভাবেও প্রস্তুতি নিয়েছি। আমার বিশ্বাস, আমাদের এই চেষ্টার ফসল দর্শকের জন্য উপভোগ্য হবে।“
অপরদিকে বুবলী জানান, “এই সিনেমাটি ব্যতিক্রম। এর গল্পটা ভিন্ন আঙ্গিকের। এ ধরনের চরিত্রে এর আগে আমার কাজ করা হয়নি। টিজার, ট্রেলার রিলিজের পর দর্শক বিষয়গুলো আঁচ করতে পারবে।“
সরকারি অনুদানে সিনেমাটি নির্মাণ করেছেন মিশুক মনি। নির্মাণের পাশাপাশি এই ছবির কাহিনী ও চিত্রনাট্যও লিখেছেন তিনি। এছাড়াও এর সহ-প্রযোজক হিসেবেও আছেন তিনি। অন্যান্য শিল্পীদের মাঝে এখানে আরও দেখা যাবে আজিজুল হাকিম, স্বাগতা, সাবেরী আলম, শাহাদাত হোসেনের মত তারকাদের।
সংবাদ সম্মেলনে আরও জানা গেছে, খুব শীঘ্রই প্রকাশিত হবে ‘দেয়ালের দেশ’ সিনেমার টিজার ও ট্রেলার।