Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫

‘রাজকুমার’ যাত্রায় মার্কিন নায়িকাকে নিয়ে বঙ্গভবনে শাকিব

শাকিব খান ও কোর্টনি কফি । ছবি: ফেসবুক

‘রাজকুমার’ সিনেমায় চিত্রনায়ক শাকিব খানের অভিনয়ের খবর যেমন পুরোনো, ছবিটিতে মার্কিন অভিনেত্রী কোর্টনি কফির অভিনয়ের খবরও তেমনই পুরোনো। কিন্তু নতুন খবর হলো- সিনেমাটির শুটিং শুরু করতে বর্তমানে ঢাকায় এসেছেন কফি। পাশাপাশি মাননীয় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের জন্মদিন উপলক্ষে শাকিব ও কফি গিয়েছিলেন বঙ্গভবনে।

১০ ডিসেম্বর বঙ্গভবনে গিয়ে বাংলাদেশ থেকে প্রথমবারের মত এক ফ্রেমে ধরা দেন শাকিব-কফি। ‘প্রিয়তমা’ খ্যাত এই অভিনেতা নিজেই তার অফিশিয়াল ফেসবুক হ্যান্ডেল থেকে শেয়ার করেছেন তার মার্কিন নায়িকার সাথে তোলা ছবিটি। সাথে তিনি ক্যাপশনে ভালোবাসার ইমোটিকন জুড়ে দিয়ে লেখেন, “রাজকুমার আসছে”। একই ছবি কফিও শেয়ার করেছেন তার সোশ্যাল মিডিয়ার টাইমলাইনে।

তাদের শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে কালো ওয়েস্টার্ন আউটফিটে শাকিব। আর তার পেছনেই ওয়েস্টার্ন পোশাকে দাঁড়িয়ে আছেন কোর্টনি কফি।

‘রাজকুমার’ সিনেমার পরিচালক হিমেল আশরাফ জানান, প্রেসিডেন্টের জন্মদিন উপলক্ষে বঙ্গভবনে আমন্ত্রণ করা হয়েছিল শাকিব ও কফিকে। সেখানেই তাদের ফ্রেমবন্দি করা হয়।

পরবর্তীতে শাকিব তার প্রোফাইল থেকে বঙ্গভবনে প্রেসিডেন্টের জন্মদিনের আয়োজনের একটি ভিডিও শেয়ার করেন। যেখানে দেখা যাচ্ছে, মঞ্চে উপস্থিত থেকে প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানাচ্ছেন শাকিব সহ ‘রাজকুমার’ সিনেমার টিম। এই টিম ছাড়াও অন্যান্য কয়েকজন তারকাকেও উপস্থিত থাকতে দেখা গেছে মঞ্চে।

উল্লেখ্য যে, ১২ ডিসেম্বর ঢাকায় শুরু হচ্ছে ‘রাজকুমার’ সিনেমার শুটিং। ঢাকা, পাবনা এবং পরে আমেরিকাতে ছবিটির শুটিং শেষ হওয়ার কথা রয়েছে। এরপর ২০২৪ সালের ঈদুল ফিতরে মুক্তি পাবে ‘রাজকুমার’।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ভারতীয়দের তোপের মুখে অভিনেত্রী ইমান ইসমাইল

সম্প্রতি ভারতের কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় প্রাণ হারান ২৬ জন পর্যটক। এ ঘটনায় ক্ষুব্ধ পুরো…

কাশ্মীর ইস্যুতে পাকিস্তানি অভিনেতার উপর চটেছে ভারতীয়রা  

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে সারা ভারত এখন উত্তাল। এরই মধ্যে নেটিজনদের অনেকেই রাগ উগরে…

আমেরিকা, কানাডা ও যুক্তরাজ্যে মুক্তি পাচ্ছে ‘জংলি’

শাকিব খান অভিনীত ‘বরবাদ’ ও আফরান নিশো অভিনীত ‘দাগি’ ইতিমধ্যে দেশের বাহিরে মুক্তি পেয়েছে। তারই পথ অনুসরন…
Exit mobile version