এফডিসিতে শেষ হয়েছে হিমেল আশরাফ পরিচালিত শাকিব খানের ‘রাজকুমার’ সিনেমার টাইটেল গানের শুটিং। রঙিন পোশাক আর চোখে সান গ্লাস, অন্য রকম শাকিব দেখা দিয়েছে গানে।
এফডিসির প্রশাসনিক ভবনের রাস্তায় গ্রামীণ মেলার থিমে বানানো হয়েছে সেট। সেখানে ৩০ জানুয়ারি সকালে ৩০০ শিল্পীর অংশগ্রহণে শুরু হয় শুটিং। “স্বপন দেশের স্বপন নয়রে, এটাই জন্মভূমি আমার, মনের দেশে সবাই রাজা, আমি একাই রাজকুমার” গানটির কথা লিখেছেন ফেরারী ফরহাদ, সুর ও সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী। গানটির কোরিওগ্রাফি করেছেন ভারতের অশোক রাজা।
গানটি নিয়ে হিমেল জানান, “আমার কেন জানি মনে হচ্ছে, রাজকুমার সিনেমার গানগুলো প্রিয়তমার চেয়েও ভালো হবে। এই গানগুলো মানুষ আরও বেশি পছন্দ করবে।”
তিনি আরও বলেন, “‘রাজকুমার’ গানটি শুনলে পুরোপুরি মনে হবে বাংলাদেশের গান। কারন এর কথা ও মিউজিকে শেকড়ের টান অনুভব হবে। আবার ওয়েস্টার্ন পার্টির একটা টেস্ট পাওয়া যাবে।”
উল্লেখ্য, ‘রাজকুমার’ চলচ্চিত্রে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন মার্কিন মডেল ও অভিনেত্রী কোর্টনি কফি। ২০২৩ এর ডিসেম্বরে ‘রাজকুমার’ ছবির শুটিং হয় পাবনায়। পরে ভারতের চেন্নাইয়ে মারপিটের শুটিং। গানের শুটিং শেষে সিনেমার বাকি অংশের শুটিংয়ের জন্য ২ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যাচ্ছেন শাকিব খান।