সাংবাদিকদের নিজেদের ‘ফাতিমা’ হিসেবে সম্বোধন করতে বললেন রাখি সাওয়ান্ত। ওমরাহ পালন শেষে ভারতে ফেরার পর বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথাটি বলেন নায়িকা।
৩১ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে বিমানবন্দর থেকে নেওয়া রাখির একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায়,অভিনেত্রীর আশেপাশে জড়ো হওয়া সাংবাদিকদের নিজেকে ‘ফাতিমা’ বলে ডাকার নির্দেশ দিচ্ছেন নায়িকা।
তবে কি কাগজ-কলমেও ফাতিমা হয়েছেন রাখি সাওয়ান্ত?
এয়ারপোর্টে উপস্থিত একজন সাংবাদিকের এমন প্রশ্নের উত্তরে নায়িকা জানান, ঈশ্বর তাকে এভাবেই তৈরি করেছেন। তাই কাগজে-কলমে নিজের নাম পরিবর্তন করার প্রয়োজন মনে করেন না তিনি।
২৫ আগস্ট হজের জন্য সৌদি আরবের উদ্দেশে রওনা দেন বলিউডের একসময়ের বিখ্যাত ‘আইটেম গার্ল’। সেখান থেকে নায়িকার ভিডিও ও ছবি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন তোলে।
প্রসঙ্গত, স্বামী আদিল খান দুররানীর সাথে বিয়ে করার সময় ইসলাম ধর্ম গ্রহণ করেন রাখি। বিয়ের পর পরই আদিলের দ্বারা নানাভাবে নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ তোলেন নায়িকা। ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি আদিলকে গ্রেফতারও করা হয়। কিছুদিন ধরেই একজন আরেকজনের বিরুদ্ধে পাল্টাপাল্টি প্রেস কনফারেন্স করার জন্য সংবাদের শিরোনাম হয়ে আছেন রাখি ও আদিল।