সামনে এলো আইসিসি পুরুষদের ক্রিকেট বিশ্বকাপের থিম সং ‘দিল জশন বোলে’। যেখানে মডেল হিসেবে দেখা গেছে অভিনেতা রণবীর সিং-কে। ভারতের পাঁচজন শিল্পীর কণ্ঠে বেজেছে এই গান। যেখানে আরও ছিল সংগীতশিল্পী প্রীতম চক্রবর্তী।
ওয়ানডে বিশ্বকাপের পর্দা উঠতে আর বাকি নেই বেশি দিন। ভারতের মাটিতে ৫ অক্টোবর থেকে শুরু হবে বিশ্বকাপ ক্রিকেট। যেখানে ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে ১০টি মাঠে। এই বড় আসরকে সামনে রেখেই মুক্তি পেলো ইভেন্টটির থিম সং। হিন্দি ভাষায় গাওয়া গানটির মিউজিক ভিডিও ৩ মিনিট ২১ সেকেন্ডের। এটি মুক্তি দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
‘বাজিরাও মাস্তানি’ খ্যাত তারকাকে এই গানে দেখা যাচ্ছে তার চিরচেনা উৎফুল্ল মেজাজেই। “অল ইট টেকস ইজ ওয়ান ডে, কিউকি ইয়ে আইসিসি মেনস ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হ্যায় বস”- রণবীরের এই সংলাপ বলার মাধ্যমে শুরু হয় ভিডিওটি। ট্রেনের আবহ ফুটিয়ে তোলা হয়েছে এতে। তারকার পিছনে আছে ট্রেনের যাত্রীরা। সেই ট্রেনের ছাদে গিটার হাতে গান গায় প্রীতম। তার সাথে যোগ দেয় রণবীরও। এভাবেই চলতে থাকে ভিডিওটি।
‘দিল জশন বোলে’ গানের লেখক শ্লোক লাল ও সাবেরী ভার্মা। আর গানটি গেয়েছেন প্রীতম, নাকাস আজিজ, শ্রীরামা চন্দ্র, জোনিতা গান্ধী, আকাশ মিশ্র, আকসা ও চরণ।
বিশ্বকাপের আসর আরও জমজমাট করে এর উত্তাপ মানুষের মাঝে ছড়িয়ে দিতেই এই গান। সংগীত শিল্পী প্রীতম গানটি নিয়ে জানান, “ক্রিকেট ভারতের সর্বশ্রেষ্ঠ আবেগ এবং সর্বকালের সবচেয়ে বড় বিশ্বকাপের জন্য ‘দিল জশন বোলে’ রচনা করা আমার জন্য একটি অসাধারণ সম্মানের বিষয়। এই গানটি শুধুমাত্র ১.৪ বিলিয়ন ভারতীয় ক্রিকেট অনুরাগীদের জন্য নয়, সমগ্র বিশ্বের জন্য।“
রণবীরও তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে গানটি নিয়ে পোস্ট শেয়ার করেছেন। নিজের প্রিয় ক্রিকের খেলার বিশ্বকাপের সরকারি অ্যান্থেমের অংশ হতে পেরে তিনি খুবই উচ্ছ্বসিত ও গর্বিত।
উল্লেখ্য যে, রণবীর ও প্রীতম ছাড়াও এই ভিডিওতে আছেন ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চাহালের স্ত্রী ধনশ্রী ভার্মা। বিশ্বকাপের দলে চাহাল জায়গা না পেলেও থিম সংটির একটি বড় অংশজুড়ে ছিলেন তার স্ত্রী।
ছবিঃ সংগৃহীত