দীর্ঘদিনের বিরতি কাটিয়ে ‘রঙ্গনা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় কামব্যাক করতে চলেছেন অভিনেত্রী শাবনূর। ইতিমধ্যেই সিনেমাটিতে শাবনূরের প্রথম লুক প্রকাশ করা হয়েছে, পাওয়া যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়াও। এবার নতুন খবর জানা গেলো- এই ছবিতে যুক্ত হতে যাচ্ছেন অভিনেতা ফজলুর রহমান বাবু।
গুণী এই অভিনেতার সিনেমাটিতে কাজ করার বিষয়টি নিশ্চিত করছেন নির্মাতা আরাফাত হোসাইন।
এদিকে শাবনূরের সাথে কাজ করা প্রসঙ্গে বাবু জানান, “একটি সিনেমার গল্প পড়েই তার ভবিষ্যৎ জানতে পারি। সেই জায়গা থেকে এই গল্পটা পড়ে মনে হয়েছে কাজটি করা যায়। পরিচালক নতুন বা পুরনো সেটা দেখি না, তার প্রস্তুতি ও গল্প দেখি। এতে যুক্ত হয়েছেন শাবনূরের মতো অভিনেত্রীও।” অভিনেতা আরও যোগ করেন, “সব কিছু মিলে যাওয়ায় এই সিনেমাতে যুক্ত হয়েছি। আমি তরুণদের সঙ্গে কাজ করতে পছন্দ করি। আশা করছি, সিনেমাটি সব শ্রেণির মানুষের পছন্দ হবে।”
প্রসঙ্গত, বর্তমানে শুটিংয়ের জন্য পূর্ব প্রস্তুতি নিচ্ছেন শাবনূর। সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে শুরু হওয়ার কথা রয়েছে ‘রঙ্গনা’ সিনেমার নির্মাণকাজ। পরবর্তী ঈদে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে পরিচালকের। নতুন এই সিনেমায় ফজলুর রহমান বাবুর সম্পৃক্ততার কথা জানালেও এতে শাবনূরের বিপরীতে অভিনয় করবেন কোন নায়ক, এই বিষয়ে এখনো কোনো আভাস দেননি পরিচালক।