Featuring: Jobaed Ahsan
Concept, Conduction and Presentation: Syeda Farzana Zaman Rumpa
📍 যোবায়েদ আহসান। একাধারে যিনি লিখে যাচ্ছেন নাটক-গল্প-উপন্যাস। ফেসবুকের নিয়মিত এই লেখকের প্রথম উপন্যাস ছিল ‘ওসি-হতনামা’। উপন্যাস প্রকাশ করার যাত্রা এখানে শুরু হলেও, শেষ এখানেই না। একে একে পাঠকদের তিনি উপহার দিয়েছেন ‘হাকুল্লা’, ‘একজন ক্যাকাসু’, ‘মায়াবন বিহারিণী’, ‘গজদন্তিনী’ সহ বেশ কয়েকটি সাড়া জাগানো উপন্যাস। যোবায়েদের লেখা গল্প থেকে নির্মিত হয়েছে জনপ্রিয় কয়েকটি নাটক। যার মধ্যে রয়েছে- ‘গজদন্তিনী’, ‘পার্টনারশীপ আনলিমিটেড’, ‘তাকে ভালোবাসা বলে’, ‘ড্রাইভার আজিজ’ ইত্যাদি। এছাড়াও ‘নেটওয়ার্কের বাইরে’ ওয়েব ফিল্মের চিত্রনাট্য লিখেও দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন তিনি। আড্ডা উইথ রূম্পা অনুষ্ঠানে এ সপ্তাহে আড্ডা দিতে এসেছেন দর্শক নন্দিত এই কথাশিল্পী যোবায়েদ আহসান। আড্ডায় আড্ডায় প্রিয় লেখক থেকে আজ জানবো ফেসবুককে ডায়েরি বানিয়ে যেভাবে পাঠক-দর্শকদের মনের খোরাক জুগিয়ে চলেছেন তিনি…