এবারের ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর তালিকায় আছে অভিনয়শিল্পী আদর আজাদ ও পূজা চেরী অভিনীত সিনেমা- ‘লিপস্টিক’। মুক্তির পর থেকে এই ছবির হল সংখ্যা নিয়ে নানান সময়েই আলোচনায় এসেছে ছবিটি। তবে দুই সপ্তাহের ব্যবধানে বেড়েছে ‘লিপস্টিক’ ছবির হল সংখ্যা। সম্প্রতি বিষয়টি নিয়ে কথা বলেছেন আদর।
অভিনেতা জানান, ‘হল সংখ্যা বেড়ে যাওয়াতে খুব ভালো লাগছে। সিনেমার গল্প পড়ে প্রথমবারই আমার মনে হয়েছে, এটি আসলেই দারুণ একটি সিনেমা হবে। এটি দেখতে দর্শক হলে যাবে। সিনেমার প্রধান আকর্ষণ গল্প। দর্শক পছন্দ করবে– এমন রসদ আছে এতে।’
দর্শকদের হলমুখী হওয়ার ব্যাপারে আদর যোগ করেন, ‘আমি মনে করি, গল্পের টানেই দর্শক হলমুখী হচ্ছে। আমাদের টিমের আত্মবিশ্বাস ছিল যে হল ক্রমেই বাড়বে, সেটাই হচ্ছে। এখন সিনেমাটি ৩২টি হলে চলছে। আশা করছি, আগামীতে হলের সংখ্যা আরও বাড়বে।’
আর হল মালিকদের সিনেমাটির প্রতি আগ্রহ দেখানোর কারণ নিয়ে আদর বলেন, ‘দিন শেষে হলের মালিকরা ব্যবসা করতে চাইবে। ‘লিপস্টিক’-এর ট্রেলার-টিজার দেখে নওগাঁর তাজ সিনেমা হলের তরফ থেকে কয়েকজন জয়পুরহাটে এসেছিলেন সিনেমাটি দেখতে। ফিরেই তারা সিনেমাটি তাদের হলে চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। এভাবে অনেক হল মালিকই ভিজিট করে সিনেমাটি দর্শককে দেখার সুযোগ করে দিয়েছেন। প্রতিটি হলের নির্দিষ্ট কিছু দর্শক থাকে। তারাই সিনেমাটি নিয়ে সর্বত্র বলছেন। ফেসবুকে প্রচারণা চালাচ্ছেন।’
তিনি আরও বলেন, ‘সিঙ্গেল স্ক্রিনে রিপিট দর্শক বেশি হয়। প্রথম দিন থেকেই আমরা রিপিট দর্শক পাচ্ছি। হল মালিক সমিতির কিছু নেতাও সিনেমাটি নিয়ে ইতিবাচক কথা বলছেন। সব মিলেই একটি জাগরণ তৈরি হয়েছে।’
উল্লেখ্য যে, ঈদের অন্যান্য সিনেমার ভিড়ে ‘লিপস্টিক’ পেয়েছিল মাত্র ৭টি হল। যা ‘ষড়যন্ত্র’ বলে দাবি করেছিলেন সিনেমার সাথে সংশ্লিষ্টরা।