‘বানভাসিদের পাশে বকুলতলার গান’ শিরোনামে শনিবার ৩১ আগস্ট হয়ে গেল একটি কনসার্ট। এতে অংশ নেয় শিরোনামহীন, সোনার বাংলা কনসার্টের মত ব্যান্ড। মেঘদল ব্যান্ডটিরও এতে অংশ নেবার কথা থাকলেও আগের দিন তাদের বাদ দিয়ে ব্যানার ছাপা হয়।
ফলে আয়োজনে দেখা যায়নি মেঘদলকে।
জানা গেছে, সাবেক সরকারের প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)’য়ের সাথে নিবিড় সম্পর্ক থাকা ও কাজ করার অভিযোগ টেনে তাদের এই আয়োজনে অংশ নেওয়া থেকে বিরত করা হয়।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক একজন একটিভিস্ট যিনি নিজেও ফিকশন নির্মাতা, জানান, মেঘদলের একজন সদস্যকে কেন্দ্র করেই এই সমালোচনা শুরু হয়। যেকারণে পারফর্ম করেনি তারা।
তবে সরেজমিনে দেখা গেছে, মেঘদলের একাধিক সদস্য সক্রিয়ভাবে বিপ্লবের সময় ছিলেন রাজপথে।