জীবনে একাধিকবার প্রেমের সম্পর্কে জড়ালেও ৩৮ বছর বয়সে এখনও অবিবাহিত বলিউড অভিনেত্রী-সাংসদ কঙ্গনা রনৌত।
সম্প্রতি নিজের সেন্সর বোর্ডে আটকে যাওয়া সিনেমা ইমারজেন্সি প্রচারে ‘আপ কি আদালত’ নামের একটি অনুষ্ঠানে অতিথি হয়েছিলেন কঙ্গনা। সেখানেই বিয়ে নিয়ে দর্শকদের বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হন তিনি।
অভিনেতা নাকি রাজনীতিবিদ—ব্যক্তিজীবনে আপনি কাকে বিয়ে করতে চান? দর্শকের এমন প্রশ্নের উত্তরে কঙ্গনা বলেন, ‘আমি এখন এ বিষয়ে কী বলব? বিয়ে নিয়ে আমার মতামত খুব ভালো, আমি মনে করি সবারই একজন সঙ্গী থাকা উচিত। আমার মনে হয়, আমার মা হওয়ার সময় হয়েছে। কিন্তু মানুষ আমার নামে এত বদনাম করেছে যে, আমার বিয়ে হচ্ছে না। আমার বিরুদ্ধে এত মামলা আছে যে, যখনই আমি কারও সঙ্গে কথা বলা শুরু করি, তখনই আমার বাড়িতে পুলিশ আসে বা আমাকে সমন পাঠানো হয়। একবার সমন পাঠানো দেখে আমার হবু শ্বশুর-শাশুড়ি বাড়ি থেকে পালিয়ে যায়। এসব বিষয় প্রভাব ফেলেছে। আমি মজা করছি না।’
‘ইমারজেন্সি’ সিনেমা নিয়ে কঙ্গনার বিরুদ্ধে পিআইএল (পাবলিক ইনটারেস্ট লিটিগেশন) নোটিশ জারি করেছে মধ্যপ্রদেশ হাইকোর্ট। গেল ২ সেপ্টেম্বর এ নোটিশে বলা হয়, সিনেমাটিতে এমন কিছু দৃশ্য রয়েছে, যা শিখ সম্প্রদায়ের মৌলিক অধিকার লঙ্ঘন করে।
উল্লেখ্য, কঙ্গনার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘তেজস’ বক্স অফিসে ছিল সুপার ফ্লপ।