২০১৭ সালে আফগানিস্তানের কয়েকজন তরুণী যুক্তরাষ্ট্রে রোবোটিকস প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেন। আফগানিস্তানে নারীদের শিক্ষার পরিস্থিতি যেখানে খুবই কঠিন, সেখানে বিদেশে গিয়ে রোবোটিকস প্রতিযোগিতায় অংশ নেওয়া ছিলো এক বিশাল চ্যালেঞ্জ। এই বাস্তবতা থেকেই ‘রুল ব্রেকার্স’ সিনেমাটি নির্মাণ করেছেন পরিচালক বিল গুটেনট্যাগ। সিনেমাটি আজ যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।
এ সিনেমার কেন্দ্রীয় চরিত্র রোয়া মাহবুব, যিনি আফগানিস্তানের একজন উদ্যোক্তা এবং নারীদের প্রযুক্তি শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ২০১৩ সালে টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির মধ্যে তার নাম ছিল। রোয়া মাহবুব এই সিনেমাটির অন্যতম প্রযোজকও।
‘রুল ব্রেকার্স’ একটি কম বাজেটের সিনেমা, যা হাঙ্গেরি ও মরক্কোতে শুটিং করা হয়েছে, কারণ আফগানিস্তানে শুটিং সম্ভব হয়নি। ড্রামা ঘরানার এই সিনেমায় অভিনয় করেছেন ভারতীয় অভিনেতা আলী ফজল, নিকোল বুশহেরি, আম্বার আফজালি, নিনা হোসেইন এবং সারা মালাল।
মুক্তির পর সিনেমাটির অভিনয়, গল্প এবং নির্মাণের প্রশংসা করেছেন সমালোচকেরা। ভ্যারাইটি ম্যাগাজিনে সিনেমাটির সম্পর্কে লেখা হয়েছে, “এটি আপনাকে স্বপ্ন দেখাবে এবং দেখাবে কীভাবে মানুষ তাদের স্বপ্নের পেছনে ছুটতে পারে, যদিও তারা ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়ে।”
বিল গুটেনট্যাগ গল্পটির নির্মাতা। তিনি ‘ইউ ডোন্ট হ্যাভ টু ডাই’ ও ‘টুইন টাওয়ার্স’ দুটি স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্রের জন্য দুবার অস্কার পেয়েছেন তিনি।
সিনেমাবোদ্ধা ও সমালোচকেরা মনে করছেন, সিনেমা হিসেবে যেমনই হোক ‘রুল ব্রেকার্স’ আফগান নারীদের নতুন করে স্বপ্ন দেখাবে।