চট্টগ্রামের ছেলে অভিনেতা সাজ্জাদ হোসেন। তার সিনেমায় অভিষেক হয় মাসুদ রানা সিরিজের ‘এম আর নাইন: ডু অর ডাই’ দিয়ে সিনেমার মাধ্যমে। এই ছবিতে অভিনয়ের পরই তিনি এবার উড়াল দিচ্ছেন যুক্তরাজ্যে।
জানা গেছে, যুক্তরাজ্যের প্রযোজনা প্রতিষ্ঠান টিবি আর মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিতব্য ‘হাফ মুন’ শীর্ষক পূর্ণদৈর্ঘ্য সিনেমায় অভিনয় করবেন সাজ্জাদ। সিনেমাটি নির্মাণ করবেন ফায়েজ আহমেদ, যা তৈরি হবে ইংরেজি ও বাংলা দুই ভাষায়। বাংলাদেশের পাশাপাশি দেশের বাইরেও মুক্তি পাবে ‘হাফ মুন’।
২৮ ফেব্রুয়ারি দুপুরে টিবি আর মাল্টিমিডিয়ার অফিশিয়াল ফেসবুক পেইজ থেকে প্রকাশ করা হয়েছে ছবিটির ফার্স্টলুক পোস্টার। আলো-অন্ধকারে ঘেরা পোস্টারে নায়ক সাজ্জাদের মুখাবয়ব স্পষ্টভাবে দেখা যাচ্ছে। যদিও নায়িকার মুখ আছে অস্পষ্টই। সিনেমার নায়িকা কে হবেন তা আপাতত গোপনই রাখছেন নির্মাতা প্রতিষ্ঠান।
উল্লেখ্য যে, ‘হাফ মুন’ সিনেমার স্ক্রিপ্ট লিখেছেন ইয়েমেনের হাতেম মানিয়া, যিনি কাজ করেন হলিউডের সিনেমায় স্ক্রিপ্ট রাইটার হিসেবে। আর ছবিটির বাংলা চিত্রনাট্য করেছেন নাজিম উদ দৌলা। এই সিনেমার শুটিংয়ের জন্য লোকেশন নির্ধারণ করা হয়েছে বাংলাদেশ, লন্ডন ও দক্ষিণ আফ্রিকায়। সবকিছু ঠিক থাকলে আগামী জুলাই মাসে সাজ্জাদের সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
প্রসঙ্গত, লন্ডনের নিউহ্যাম সিক্সথ ফর্ম কলেজ থেকে ফিল্ম অ্যান্ড মিডিয়া নিয়ে পড়াশোনা করা নির্মাতা ফায়েজ এর আগে হলিউডে ‘প্রাইসি গারভেজ’ নামের সিনেমা নির্মাণ করেছেন। এই ছবিটি মুক্তির অপেক্ষায় আছে। এদিকে বাংলাদেশে মুক্তির জন্য ‘হাফ মুন’-ই হতে যাচ্ছে তার প্রথম সিনেমা।