Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪

যা জানা প্রয়োজন কোক স্টুডিও বাংলা কনসার্ট নিয়ে

কোক স্টুডিও বাংলা কনসার্টের পোস্টার । ছবি: কোক স্টুডিও বাংলা

১০ নভেম্বর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে কোক স্টুডিও বাংলা কনসার্ট। দর্শকরা যেন একটি জাদুকরী সময় উপভোগ করতে পারে সেজন্য কাজ করে যাচ্ছে প্ল্যাটফর্মটি ও আয়োজকরা। এরই অংশ হিসেবে কর্তৃপক্ষ জানিয়েছেন ভেন্যু সংক্রান্ত শর্তাবলীর তালিকা।

চিত্রালীর পাঠকদের জন্য কোক স্টুডিও বাংলা কনসার্টের ভেন্যুর শর্তাবলী গুলো হুবহু তুলে ধরা হলো-

📜 ভেন্যুর শর্তাবলী:

 এই অনুষ্ঠানের অংশগ্রহণের জন্য আপনার সাথে টিকেট থাকতে হবে। ভেন্যুতে প্রবেশ করার জন্য অবশ্যই টিকেটের ডিজিটাল/প্রিন্ট কপি সাথে রাখুন।

 শুধু টিকেটধারীদের জন্যই প্রবেশ সংরক্ষিত থাকবে।

 টিকেট একবার যাচাই করা হয়ে গেলে, ভেন্যুতে প্রবেশের জন্য সেই টিকেট পুনরায় ব্যবহার করা যাবে না।

 ১৩ বছরের কম বয়সী শিশুরা কনসার্টে প্রবেশ করতে পারবে না।

 ভেন্যুতে বড় ব্যাগ/ব্যাকপ্যাক নিয়ে প্রবেশ করা যাবে না। ছোট পার্স বা ওয়ালেট নিয়ে প্রবেশ করা যাবে।

 বাইরে থেকে খাবার ও পানীয় আনা যাবে না। ভেন্যুর ফুড কোর্টে খাবার ও পানি পাওয়া যাবে।

 ভেন্যুতে কেনা খাবার ও পানীয় (পানির বোতল ছাড়া) শুধু ফুড কোর্টেই খাওয়া যাবে।

 ভেন্যুতে গাড়ি পার্ক করার কোনো ব্যবস্থা থাকবে না।

 ভেন্যুতে ধূমপান, মদ্যপান, মাদক গ্রহণ অথবা অন্য কোনো বেআইনি কাজ সম্পূর্ণ নিষিদ্ধ। কেউ এমন কাজ করলে তাকে বিচারের জন্য আইনশৃঙ্খলা প্রয়োগকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হবে।

 নিরাপত্তাজনিত কারণে আয়োজকরা তল্লাশি চালাতে পারেন এবং অনুষ্ঠানস্থল বা অনুষ্ঠানস্থলে উপস্থিত যেকোনো ব্যক্তির জন্য বিপদ সৃষ্টি করতে পারে বা অনুষ্ঠানকে ব্যাহত করতে পারে এমন কোনো জিনিস বাজেয়াপ্ত করতে পারে।

 নিষিদ্ধ বস্তু: ল্যাপটপ, চার্জার, প্রফেশনাল ক্যামেরা, বড় ব্যাগ, লাইটার, ম্যাচবক্স, ই-সিগারেট, সিগারেট, অস্ত্র এবং ধারালো বস্তু।

 প্রাকৃতিক দুর্যোগ কিংবা অন্য কোনো অনিবার্য ঘটনার ক্ষেত্রে কর্তৃপক্ষ নতুন ভেন্যু নির্ধারণ করতে পারেন।

 সম্পত্তি বা ব্যক্তিগত জিনিসপত্রের কোনো ক্ষতি বা চুরির ঘটনায় আয়োজক কর্তৃপক্ষ কোনো দায় নেবে না।

 আয়োজকরা তাদের বিবেচনার ভিত্তিতে ভেন্যুতে নিরাপত্তার হুমকি হিসেবে বিবেচিত কোনো ব্যক্তি, বিশৃঙ্খলা সৃষ্টিকারী কোনো উপাদান, অনুপযুক্ত বা ভেন্যুতে নিরাপত্তার সমস্যা তৈরি করতে পারে এমন কোনো আচরণকারী ব্যক্তিকে ভেন্যুতে প্রবেশ করতে না দেওয়া কিংবা তাদের সেখান থেকে সরানোর অধিকার রাখে।

 ভেন্যুটি সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে, সেখানে ফিল্ম ক্যামেরাও থাকবে।

 ভেন্যু বা টিকেটের ব্যাপারে কোনো সমস্যা দেখা দিলে এ ব্যাপারে আয়োজক কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

 এই শর্তাবলী তৈরি, এর বৈধতা, ব্যাখ্যা এবং প্রয়োগযোগ্যতা বা টিকেটধারী এবং/অথবা এই অনুষ্ঠানের আয়োজকদের অধিকার এবং বাধ্যবাধকতা সম্পর্কিত সমস্ত সমস্যা এবং প্রশ্ন বাংলাদেশের আইন অনুসারে পরিচালিত হবে এবং নির্ণয় করা হবে৷

কনসার্ট নিয়ে ডু’স অ্যান্ড ডোন্ট’স । ছবি: কোক স্টুডিও বাংলা

উল্লেখ্য যে, কনসার্টের দিন ভেন্যুর গেট খোলা হবে দুপুর ১:৩০টায়। এরপর থেকে দর্শকরা ভেন্যুর বিভিন্ন জোনে নানা ধরনের কার্যক্রমে অংশ নিতে পারবেন। কার্যক্রমগুলোতে অংশ নেওয়ার মাধ্যমে দর্শকদের কাছে সুযোগ আছে কোক স্টুডিও বাংলা স্পেশাল মার্চেন্ডাইজ জিতে নেওয়ার।

কনসার্টের ফুড জোনের বিভিন্ন স্টল থেকে ভক্তরা তাদের পছন্দের খাবার কিনতে পারবেন। সেখানে রেস্টুরেন্টগুলোর মধ্যে থাকছে ম্যাডশেফ/চিজ, পাগলা বাবুর্চি, সুলতান’স ডাইন, টিফিন বক্স/বার্গার কিং, ডমিনো’জ, গার্লিক অ্যান্ড জিঞ্জার, সালাদ লাভারস, পান্ডা ডাম্পলিং, ক্রিস্প, জাস্ট জুস, ফাইভ স্টার বাংলাদেশ, খান’স কিচেন, ট্রাই স্টেট ইটারি, কিভা হান, দোসা এক্সপ্রেস, টেকআউট, অয়েস্টার এবং কাসুন্দি।

আর ভেন্যুতে দর্শকদের যাতায়াত ঝামেলামুক্ত করার জন্য পাঠাও-এর সাথে পার্টনারশিপের মাধ্যমে ব্যবস্থা করা হয়েছে একটি বিশেষ পাঠাও পিকআপ জোনের।

আয়োজনটি আরও আকর্ষণীয় করে তুলতে কোক স্টুডিও বাংলা’র গানের সাথে পারফর্ম করার কথা রয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। এছাড়াও মঞ্চে আরও থাকছেন হাতিরপুল সেশনস-এর পরিবেশনা।

প্রসঙ্গত, যারা কনসার্টে উপস্থিত থাকতে পারছেন না, তারা ঘরে বসে সরাসরি কনসার্টটি উপভোগ করতে পারবেন কোক স্টুডিও বাংলা লাইভ-এর ব্রডকাস্টিং পার্টনার দীপ্ত টিভি’র মাধ্যমে।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মৌসুমী মৌকে সিনেমার প্রস্তাব দিলেন শাকিব খান?

বিষযটা ঠিক প্রস্তাব না হলেও, ফেলে দেওয়া যায় না আবার। মেগাস্টার শাকিব খান বলে কথা। একেবারে ভরা মজলিসে…

সাত মাস পর ক্যানসারের কাছে হার মানলেন অভিনেতা পল টিল

মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘ওয়ান ট্রি হিল’ খ্যাত অভিনেতা পল টিল আর নেই। গেল ১৫ নভেম্বর…

‘দরদ’ দেখতে তিন হলের সব টিকিট কিনে নিল রিমার্ক-হারল্যান!

সহকর্মী ও বন্ধুদের সাথে রোমান্টিক-থ্রিলার গল্পের ‘দরদ’ দেখতে ২২ নভেম্বরের জন্য সিনেপ্লেক্সের তিন…
0
Share