ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে চলে গিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খবরটি জানার পরপরই তাকে উদ্দেশ্য করে নিজের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে একটি পোস্ট করেন তরুণ অভিনেত্রী সাদিয়া আয়মান।
সাদিয়া তার স্ট্যাটাসে লেখেন, ‘ম্যাডাম আপনি গেসেন ভালো কথা কিন্তু যারা জাতীয় পুরস্কারের আশায় ছিলো তাদেরকে পুরস্কারটা দিয়ে যাইতেন!’
এই স্ট্যাটাসের আগে সাদিয়া আরেকটি পোস্টে লিখেছিলেন, ‘স্বাধীনতার সুখ চারপাশে। আহ্ কী যে শান্তি। কী যে মধুর।’
এদিকে ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর থেকে সাধারণ জনগণ যখন বিজয় উল্লাসে মেতে ওঠেন, তখন অনেক অনাকাঙ্খিত ঘটনাও ঘটতে দেখা যায়। বিভিন্ন স্থাপনায় ভাঙচুর সহ নানান জায়গায় লুটপাটের খবর পাওয়া যায়। এই বিষয়টি নিয়েও সরব ছিলেন সাদিয়া।
অভিনেত্রী আরও একটি পোস্টে বলেন, ‘প্লিজ, আপনারা এ রকম লুটপাট আর ধ্বংসযজ্ঞ চালাবেন না। আমরা এ রকম বিজয় চাইনি, এ রকম বিজয়ের জন্য এত দিন কেউ প্রাণ দেয়নি। আমাদের রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা আমাদেরই দায়িত্ব।’
এছাড়াও সাধারণ শিক্ষার্থীদের হত্যা নিয়ে প্রতিবাদ না করে বিটিভি প্রাঙ্গণে যাওয়া শিল্পীদের বিরুদ্ধে এর আগে কথা বলেছিলেন সাদিয়া। সব মিলিয়ে নেটিজেনদের কাছে বেশ প্রশংসা কুড়াচ্ছেন তিনি।