আগামী ১৪ ডিসেম্বর রাজ কাপুরের ১০০তম জন্মবর্ষ। এ উপলক্ষে দিল্লিতে শুরু হচ্ছে রাজ কাপুর স্মরণে চলচ্চিত্র উৎসব। সেই চলচ্চিত্র উৎসবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানাতে মঙ্গলবার প্রধানমন্ত্রীর দপ্তরে গিয়েছে কাপুর পরিবার।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে দেখা করেছেন রণবীর কাপুর, কারিনা কাপুর, নীতু কাপুর, আলিয়া ভাট, সাইফ আলি খানসহ আরও অনেকে। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার আগে নাকি বেশ ভীত ছিল কাপুর পরিবার। এমনটাই জানিয়েছেন রণবীর।
রণবীর বলেছেন, ‘কাপুর পরিবারের জন্য বিশেষ দিন আজ। প্রধানমন্ত্রী তার মূল্যবান সময় দিয়েছেন আমাদেরকে। তিনি শ্রী রাজ কাপুরের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এই সাক্ষাতের জন্য আমি কৃতজ্ঞ থাকব। তাঁর সঙ্গে কথোপকথনে খুব আনন্দ পেয়েছি আমরা। আমরা তাকে অনেক ব্যক্তিগত প্রশ্নও করেছি।’
প্রধানমন্ত্রী আন্তরিকতার সঙ্গে কথা বলেছেন উল্লেখ করে রণবীর বলেন, ‘আমরা ভেতর থেকে খুব ভয়ে ছিলাম। কিন্তু তিনি খুবই আন্তরিক ও ভালো। অল্প সময়ের মধ্যেই আমরা স্বচ্ছন্দ বোধ করছিলাম। তাকে অসংখ্য ধন্যবাদ।’
কারিনা কাপুর লিখেছেন, ‘এ বছর রাজ কাপুরের শততম জন্মবার্ষিকী উদ্যাপন করছি আমরা। তার চিন্তাভাবনা, ভারতীয় সিনেমায় তার অবদান, তার ঐতিহ্য আমাদের অনুপ্রাণিত করছে প্রজন্মের পর প্রজন্ম ধরে, ভবিষ্যতেও করবে। তার ছবিগুলো নিয়ে চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হচ্ছে, আমরা এ নিয়ে গর্বিত।’