একাদশ শ্রেণিতে পড়াকালীন সময়ে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে আবির্ভাব ঘটে তাবাসসুম ছোঁয়া’র। এরপর একটু একটু করে সামাজিক মাধ্যমে পরিচিতি বাড়তে থাকে তার। কনটেন্ট ক্রিয়েটর থেকে এরপর নাম লেখান অভিনয়েও। শখের বসে করেন একাধিক নাটকও। তবে এবার কিছুটা সিরিয়াস এই অভিনেত্রী।
গেল বছরে করেন জাহিদ প্রীতম পরিচালিত ‘তিলোত্তমা’ নাটক। নাটকটির চঞ্চল ও হাস্যোজ্জ্বল নূরী চরিত্রে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়ান তাবাসসুম ছোঁয়া।
এরপর গেল ঈদে মুক্তি পায় সোহাগ রানা পরিচালিত ধারাবাহিক নাটক ‘দেনা পাওনা’। নিপা চরিত্রে অভিনয় করেন দারুণ আলোচিত ও প্রশংসিত হন তরুণ এই অভিনেত্রী। নাটকটিতে তার বিপরীতে খাইরুল চরিত্রে অভিনয় করেছেন এলেন শুভ্র। গত ঈদে আলোচনায় আসা নাটকগুলোর মধ্যে খাইরুল ও নিপার রসায়নে দর্শকের মুগ্ধতাও বেড়েছে। বিশেষ করে তরুণ তাবাসসুম ছোঁয়াকে ঘিরে বাড়ছে দর্শকের আগ্রহ।
গণমাধ্যমকে তাবাসসুম ছোঁয়া বলেন, ‘‘দেনা পাওনা’ ধারাবাহিকটির নিপা চরিত্রের জন্য যে পরিমাণ দর্শক সাড়া এবং ভালোবাসা পাচ্ছি সেটা আমার জন্য অভাবনীয়। দর্শক নাটকটিকে এবং আমার চরিত্রটিকে অনেক পছন্দ করেছেন’।
আমি বাহিরে কোথাও গেলে সবাই এখন নিপা নামেই ডাকে। আমি প্রথম প্রথম বুঝতে পারিনি, পরে যখন বুঝেছি আমি নিজেও খুব লজ্জা পেয়েছি। তবে আমি ভীষণ আনন্দিত। এরজন্য নাটকটির নির্মাতা থেকে শুরু করে এলেন শুভ্র ভাইয়াসহ সবাইকে অসংখ্য ধন্যবাদ’।
অভিনয়ে এখন বেশ মনযোগী এই অভিনেত্রী। তিনি বলেন,‘সত্যি বলতে অভিনয় নিয়ে আগে কখনো ভাবিনি সেভাবে। কাজ করে যেতাম। এরপর নিজের মধ্যে একটা পরিবর্তন আনা শুরু করেছি ‘তিলোত্তমা’ নাটকটি করার পর। প্রীতম ভাইয়া আমাকে বেশ গাইড করেছেন এ ব্যাপারে। তার কাছে কৃতজ্ঞ। মাঝে অনেক দিন কোনো কাজ করিনি, অভিনয় নিয়ে একটু সিরিয়াস হলাম। এরপর আবার শুরু করেছি। এরমধ্যে ‘দেনা পাওনা’ আমাকে অন্যরকম একটা ভালোবাসার জায়গা তৈরি করে দিয়েছে। দর্শকের ভালোবাসা এবং ভালো কিছু করে যাওয়ার অনুপ্রেরণা।’
অভিনয় করতে গিয়ে অন্যরকম একটা ভালো লাগা তৈরি হয়েছে বলে জানান ছোঁয়া। অভিনয়ের অনেককিছুই শিখতে চান এই অভিনেত্রী। একটু একটু করে শেখার চেষ্টাও করছেন।
তাবাসসুম ছোঁয়া ইতিমধ্যেই অনেকের কাছে প্রিয় হয়ে উঠছেন। তবে তার পছন্দের শিল্পীর তালিকায় রয়েছে শাবানা ও মেহজাবীন চৌধুরী। পরিবারের সদস্যদের সাথে ছবি দেখতে দেখতে শাবানাকে ভালো লেগে যায় তার। এর বাইরে মেহজাবীন চৌধুরীর হাসি, অভিনয়ে মুগ্ধ ছোঁয়া। এই অভিনেত্রীর সবকিছুই তার পছন্দ। আবার ব্যক্তিত্বে বলিউডের তাপসী পান্নু ও দক্ষিণী তারকা সাই পল্লবীকে বেশ পছন্দ এই তরুণ অভিনেত্রীর।