দর্শকরা শুনলে চমকে উঠবেন কারণ দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর আসল নাম মেহজাবীন নয়। প্রায় পনেরো বছর ধরে দাপটের সঙ্গে কাজ করে যাওয়া এই অভিনেত্রীকে এতোদিন সবাই মেহজাবীন নামেই চিনে এসেছে। কিন্তু তার আসল নাম অন্য।
জানা গেছে পরিবারেও মেহজাবীনকে ‘মেহজাবীন’ নামে ডাকা হয় না। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী জানালেন, যাকে সবাই ‘মেহজাবীন’ বলে ডাকেন, আসলে তার নামের সঠিক উচ্চারণ ‘মেহজাবী’ -যেখানে শেষের দন্ত্য ‘ন’ উচ্চারিত হয় না।
এরপর মেহজাবীন চৌধুরী বলেন, ‘শুরুতে হয়তো সবাই আমার নাম ঠিকমতো উচ্চারণ করতে পারেনি কিংবা আমি ঠিকমতো বোঝাতে পারিনি। কিন্তু তারপর মনে হয়েছে যেটা সবাই ভালোবেসে ডাকছে, সেটাই থাকুক। তাই আমার নাম মেহজাবীন নয়, আসলে মেহজাবী।’
তবে তার পরিবার ও আত্মীয়স্বজন তাকে মেহজাবীন বলে ডাকেন না।
বরং তারা তাকে ‘জেনিফার’ নামেই ডাকেন সবাই। এছাড়া বন্ধুদের কাছে তার সংক্ষিপ্ত নাম ‘জেনি’। ভক্তরা ভালোবেসে তাকে ‘মেহু’ নামে ডাকেন।