৬ মে অনুষ্ঠিত হয়ে গেল মেট গালার আসর। সেখানে বাকি সব তারকার মত রাজকন্যার বেসে নজর কেড়েছেন আলিয়া ভাট।
নিউইয়র্কের ‘মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্ট’-এ বসা মেট গালায় ভারতীয় সংস্কৃতির গুরুত্বপূর্ণ পোশাক শাড়িতে সবার মাঝে নিজেকে ফুটিয়ে তুলেছিলেন অভিনেত্রী। সব্যসাচী মুখার্জির ডিজাইন করা শাড়ি ছিল সাদার মধ্যে প্যাস্টেল সবুজ রঙের। নেটের শাড়িতে ছিল সাদা আর গোলাপি ফুলের চোখ ধাঁধানো এমব্রয়ডারি কারুকাজ। পুরোটাই সিল্ক ফ্লস, স্টোন, পুঁতির টাসেল, গ্লাস বিডিং দিয়ে তৈরি। শাড়ির লম্বা আঁচল ছিল চোখে পড়ার মতো।
ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে, প্রায় ১৯৫৬ ঘণ্টা ১৬৩ জন শিল্পীর অক্লান্ত পরিশ্রম দিয়ে তৈরি করা হয়েছে আলিয়ার এই শাড়ি।