Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, ডিসেম্বর ৩১, ২০২৪

মেগাস্টারের বিপিএল থিম সংয়ে এক ঝাক তারকা

এবারের বিপিএলে লড়বে ঢালিউড মেগাস্টার শাকিব খানের দল ‘ঢাকা ক্যাপিটালস’। আর তাই বাকি দল গুলোর মত নিজের টিমের থিম সংয়ের এক ঝলক প্রকাশ্যে এনেছেন মেগাস্টার। আর সেখানেই রয়েছে চমক!

এফডিসিতে বিশাল সেট ফেলে এরই মধ্যে সম্পন্ন হয়েছে গানের শুটিং। যেখানে শাকিব খানসহ আরও অংশ নিয়েছে সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, ইমন, পূজা চেরি, দীঘি, অর্চিতা স্পর্শিয়া, ইরফান সাজ্জাদ, মিথিলা, সারিকা সাবাসহ শোবিজের ১৫ জন তারকা।

রাসেল মাহমুদের কথায় তৈরি করেছেন প্রীতম হাসান। বিল্লাল-রোহানের কোরিওগ্রাফিতে বিএফডিসিতে গানটির ভিডিও নির্দেশনা দিয়েছেন রাকিব আহমেদ।

গানটির শুটিংয়ে অংশ নেয়া সিয়াম আহমেদ বলেন, ‘আমি রিমার্ক হারল্যানের অ্যাম্বাসাডর হিসেবে আছি। আর ঢাকা ক্যাপিটালস হচ্ছে এই প্রতিষ্ঠানের একটি টিম। তাই ঢাকা ক্যাপিটালস আমাদেরও টিম। সেই টিমের সদস্য হিসেবেই থিম সংয়ে পারফর্ম করা। দারুণ একটি গান হয়েছে, যা ঢাকা ক্যাপিটালের শক্তি, বুদ্ধিমত্তা ও দক্ষতার জানান দেবে।’

অভিনেত্রী স্পর্শিয়ার মতে, ‘গানটি আসন্ন বিপিএল আসরের চোখ ধাঁধানো গান হয়েছে। আমার বিশ্বাস, ঢাকা ক্যাপিটালস এবার চ্যাম্পিয়ন হবে।’

টিমের অন্যতম দায়িত্বশীল কর্তা নায়ক ইমন জানান, ‘সম্প্রতি থিম সংটির শুটিং শেষ হয়েছে। আগামী ৩০ ডিসেম্বর গানটি ঢাকা ক্যাপিটালসের ফেসবুক ইউটিউবসহ নানা মাধ্যমে প্রকাশ পাবে।’

তিনি আরও বলেন, ‘রিমার্ক হারল্যান সবকিছুই চমক নিয়ে আসছে। এবার বিপিএলেও চমক হচ্ছে ঢাকা ক্যাপিটাল। আর ঢাকা ক্যাপিটালের পক্ষ থেকে প্রথম চমক হচ্ছে এই গান। আশা করি, গানটি সবার ভালো লাগবে এবং আমরা এবার চ্যাম্পিয়ন হব।’

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next
0
Share