‘কারার ঐ লৌহ কপাট’ গানের সুর বিকৃতি থেকে সমালোচনার শিকার সংগীতশিল্পী এ আর রহমান। এতদিন সোশ্যাল মিডিয়াতে নীরব থাকলেও সম্প্রতি এক পোস্টে এআই ব্যবহার করে দুজন গুণী সংগীতশিল্পীর কন্ঠ ফিরিয়ে আনার খবর দিয়ে তাক লাগিয়েছেন তিনি।
২৯ জানুয়ারি নিজের সোশ্যাল মিডিয়ায় রজনীকান্তের ‘লাল সালাম’ সিনেমার একটি গানের পোস্টার শেয়ার করে এ আর রহমান লেখেন, “আমি প্রয়াত বাম্বা বাকিয়া ও শাহুল হামিদের কণ্ঠ ব্যবহার করেছি তাদের পরিবার থেকে অনুমতি নিয়ে। এজন্য উপযুক্ত সম্মানিও দেওয়া হয়েছে।”
এই খবরেই সবাই অবাক। শাহুল হামিদ প্রয়াত হয়েছেন ১৯৯৭ সালে আর হৃদরোগে আক্রান্ত হয়ে সংগীতশিল্পী বাম্বা বাকিয়াও না ফেরার দেশে চলে গেছেন ২০২২ সালে। এআই প্রযুক্তি ব্যবহার করে এই দুই গুণী শিল্পীর কণ্ঠকে আবার ফেরানোর মত অসম্ভব কে বাস্তব প্রমাণ করেছেন এ আর রহমান।
নিজের পোস্টে এ আর রহমান আরও লেখেন, “প্রযুক্তি কখনোই বিপদ ডেকে আনে না। কীভাবে প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে, সেটা জানা খুব দরকার।”
উল্লেখ্য, ‘লাল সালাম’ সিনেমার হাত ধরে আবারও পরিচালকের আসনে বসেছেন ঐশ্বরিয়া রজনীকান্ত। একটি ক্যামিও চরিত্রের জন্য কাস্ট করেছেন বাবা রজনীকান্তকে। ঐশ্বরিয়া সবশেষ নির্মাতা হিসেবে কাজ ছিলো ডকুমেন্টারি ফিল্ম ‘সিনেমা ভিরান’।