বাংলা গানের কণ্ঠশিল্পীদের মধ্যে অন্যতম সুবীর নন্দী চলে গেছেন চার বছর আগে। তবে তার কন্ঠ ফিরে আসছে আবারও। না, এআই ব্যবহার করে নয়। বরং কণ্ঠশিল্পীর নিজের গাওয়া আনরিলিসড ‘ঘুম’ শিরোনামের গানটি মুক্তি পাচ্ছে চলতি মাসেই।
‘ঘুম’ নিয়ে সংগীত পরিচালক জানিয়েছেন, ‘সুবীর দা আমার সংগীত জীবনের অনেক বড় একটা অনুপ্রেরণার নাম। আমার সংগীতের যেকোনো বিষয়ে তিনি আমাকে বরাবরই সাহস দিয়েছেন। আমরা দীর্ঘ সময় নিয়ে গানগুলোর কাজ করেছি। ঢাকা-কলকাতার মিউজিশিয়ানরা এসব গানে বাজিয়েছেন। এভাবে আমরা ১০টি গানের কাজ শেষ করি।’
গানটি নিয়ে গীতিকবি সোমেশ্বর অলি বলেন, ‘তানভীর ভাইকে অনেক আগে দুটি গান দিয়েছিলাম। তার ভেতরে এই গান তিনি কবে, কখন, সুর করে সুবীরদাকে দিয়ে গাইয়ে রেখেছেন, সত্যিই আমি জানি না। আমি শুনে অবাক। আমার জন্য এটা সারপ্রাইজ ছিল! কিছুটা আবেগপ্রবণ হয়ে গেলাম।’
‘ঘুম’ গানটির কথা লিখেছেন সোমেশ্বর অলি ও সংগীত পরিচালনা করেছেন তানভীর তারেক। ‘সাউন্ডস অব তানভীর’ ইউটিউব চ্যানেল ও স্বাধীন মিউজিক অ্যাপে মুক্তি পাবে গানটি। এছাড়া স্পটিফাই, আইটিউনসসহ বাকি সব প্ল্যাটফর্মেও গানটি পাওয়া যাবে।