২২ মার্চ মৃত্যুর ৪৪ বছর পর পর্দায় ফিরছেন বাঙালির সর্বকালের সেরা নায়ক উত্তম কুমার! নির্মাতা সৃজিত মুখার্জির পরিচালনায় ‘অতি উত্তম’ সিনেমা দিয়ে আবারও রুপালী পর্দায় দেখা মিললো চিরচেনা উত্তম কুমারের।
১ মার্চ ছবির ট্রেইলার প্রকাশের পর তোলপাড় মিডিয়াপাড়া। কারণ প্রথমবার একটি ছবির মূল চরিত্রে মৃত ব্যক্তির রোল কেউ প্লে করছেন না। স্বয়ং মহানায়ক দিব্যি হাঁটবেন, কথা বলবেন। কেবল ট্রেইলার নয় বরং ২২ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তির তারিখটিও ঘোষণা করেছেন টিম ‘অতি উত্তম’।
ছবির প্রেক্ষাপট নিয়ে নির্মাতা সৃজিত মুখার্জি বলেছেন, ‘এই ছবির একটি চরিত্র উত্তম কুমার। তিনি মহানায়ক হয়েই আসেন, কথা বলেন। মূলত তার এক ভক্তর কাছে আসেন উত্তম এবং তার জীবনের প্রেমঘটিত সমস্যা সমাধান করে দেন। এটাই গল্পের নির্যাস। ছবিতে উত্তম কুমারের চরিত্রে কোনও অভিনেতা অভিনয় করেননি বরং তিনি স্বয়ং অভিনয় করেছেন।’
তিনি আরও জানান, ‘তিন বছর ধরে এই ছবির চিত্রনাট্য তৈরি করছি আমি। এতে উত্তম কুমার অভিনীত বিভিন্ন ছবির অংশবিশেষ ফুটেজ হিসেবে ব্যবহার করা হয়েছে। সেই সঙ্গে ভিএফএক্সের কাজেও দিতে হয়েছে প্রচুর সময়।’
উল্লেখ্য, ‘অতি উত্তম’-য়ে অভিনয় করেছেন অনিন্দ্য সেনগুপ্ত, রোশনি ভট্টাচার্য, গৌরব চ্যাটার্জি, শুভাশিস মুখার্জি, লাবনী সরকারসহ আরও অনেকে। ছবিতে বিশেষভাবে মূল চরিত্রের মতোই হাজির হয়েছেন উত্তম কুমার।