মোস্তফা সরয়ার ফারুকী অভিনীত ও পরিচালিত ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ চলচ্চিত্রটি সম্প্রতি প্রদর্শিত হয় ভারতের মুম্বাই চলচ্চিত্র উৎসবে। এই প্রদর্শনীতে অংশ নিয়েই আবেগে আপ্লুত হয়েছেন ফারুকী, ভিজেছে তার চোখও।
আবেগী হওয়ার বিষয়টি নিজের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে একটি পোস্টের মাধ্যমে শেয়ার করে পরিচালক লিখেন, “ভালোবাসা কি বাঁধাইয়া রাখা যায়? তাহলে মুম্বাইতে এই দুই দিন আমরা যা পেয়েছি তা বাঁধাইয়া নিয়া আসতাম।“ এরপর তিনি যোগ করেন, ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ সিনেমার সেকেন্ড শো’ও হাউসফুল থাকার কথা।
তবে ভরপুর হাউসের থেকে বেশি যে বিষয়টি তার মনে গেঁথেছে ফারুকীর ভাষ্যমতে তা হলো, “ফুল হাউসের চেয়েও গুরুত্বপূর্ণ ছিল ফুল হার্ট ভালোবাসা।” এই কথা বলেই তিনি তার ক্যাপশনে যোগ করেন, “কতবার যে আমার চোখ ভিজিয়ে দিয়েছে মুম্বাই! লাভ ইউ, মুম্বাই।”
ফারুকী তার পোস্টে সবশেষে তার প্রিয় বাংলাদেশের কথা উল্লেখ করতেও ভুলে যাননি। তিনি লিখেন, “প্রিয় বাংলাদেশ, এবার তোমার কাছে ছবিটা নেয়ার অপেক্ষায়।”
দুই দশকেরও বেশি সময় ধরে ক্যামেরার পিছনে থেকে পরিচালনার কাজ করে আসছেন জনপ্রিয় এই নির্মাতা। ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকির ‘মিনিস্ট্রি অফ লাভ’ প্রজেক্টের জন্য এবারই প্রথম নিজের সহধর্মিণী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সাথে জুটি বেঁধে ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ সিনেমায় ক্যামেরার সামনেও কাজ করেছেন তিনি। আর মানুষের ভালবাসায় গল্পের নায়ক হওয়ার সফরটাও তার জন্য হয়ে থাকলো অন্য রকম আবেগে ভরপুর।