২০০৩ সালে ১৯ ডিসেম্বর মুক্তি পেয়েছিল রাজকুমার হিরানি পরিচালিত ‘মুন্না ভাই এমবিবিএস’। ভারতীয় বক্সঅফিসে দারুন ব্যবসা সফল সেই সিনেমার ২০ বছর পুর্তিতে আবেগঘন পোস্ট করেছেন সঞ্জয় দত্ত।
নিজের ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে সিনেমার স্মরণীয় কিছু দৃশ্য তুলে ধরেছেন অভিনেতা। ক্যাপশনে লিখেছেন, “দুই দশকের হাসি, আবেগ, আর অনেক ‘জাদু কী ঝাপ্পি’। ‘মুন্না ভাই এমবিবিএস’-এর ২০ বছর পার হওয়া যেন এক স্মরণীয় ভ্রমণ আর কখনো না ভুলতে পারা বেশ কিছু মুহূর্ত। আমি এই ভালোবাসার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই, তাদের ভালোবাসা এই ছবিটিকে কালজয়ী করে তুলেছে। আশা করি, শিগগিরই ‘মুন্না ভাই থ্রি’ নির্মাণ করা হবে।”
উল্লেখ্য, ‘মুন্না ভাই এমবিবিএস’ ছবির সফলতার পর ২০০৬ সালে রাজকুমার হিরানি নিয়ে এসেছিলেন ‘লাগে রাহো মুন্না ভাই’। এই ছবিটিও দারুণ সফলতা পেয়েছিল। এরপর মুন্না ভাই সিনেমার পরবর্তী সিকুয়েল ঘোষণা করলেও তার কোন আপডেট এখনও আসেনি।