চলতি বছর ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার রেশ না কাটতেই খবর এলো মিঠু খানের পরিচালনায় ‘নীলচক্র’ নিয়ে পর্দায় আসছেন আরিফিন শুভ। ১১ নভেম্বর নিজের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়ায় এই সুখবর দিলেন অভিনেতা নিজেই।
‘মুজিব’ ছবির সময়ে শুভ’কে বার বার বলতে শোনা গেছে, “গত তিন বছর একরকম আটকেই ছিলেন। ‘মুজিব’ করার পর আর কোনও কাজ না করলেও আক্ষেপ থাকবে না তার।” যদিও এবার সেই জল্পনা-কল্পনা থেকে বেরিয়ে এসেছেন তিনি।
সূত্রের খবরে, খুব দ্রুতই শুরু হতে যাচ্ছে সিনেমার শুটিং। সিনেমা নিয়ে খুব বেশি কিছু জানাতে নারাজ আরেফিন শুভ। দর্শকরা ডার্ক প্যাটার্নে সমসাময়িক একটি গল্প দেখতে পাবেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন এই অভিনেতা।
ফিল্ম ফায়োস প্রোডাকশন প্রযোজিত ও ফিল্ম লাইফ প্রোডাকশন নিবেদিত এই সিনেমায় আরিফিন শুভর সাথে আরও থাকছেন মন্দিরা চক্রবর্তী, ফজলুর রহমান বাবু, দীপান্বিতা মার্টিন, শাহেদ আলী, টাইগার রবি, মনির আহমেদ শাকিল, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান, ডলার প্রমুখ।