জুলাই শহীদদের মায়েদের স্মৃতিকথা নিয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নির্মিত হয়েছে একটি ডকুমেন্টারি সিরিজ যার নাম “জুলাই মাদার্স: দেয়ার আইজ রিমেম্বার” (July Mothers: Their Eyes Remember’)। আজ মঙ্গলবার সিরিজটির প্রথম তথ্যচিত্র মুক্তি পেয়েছে। তথ্যচিত্রটির নাম উইল ইউ এভার স্লিপ, মা? (‘Will you ever sleep, ma?’).
বিষয়টি অন্তর্বর্তী সরকারের ভেরিফায়েড ফেসবুক পেজ চিফ এডভাইসর জিওবি (Chief Advisor GOB) থেকে নিশ্চিত করা হয়েছে।