গতকাল শুক্রবার মুক্তি পেল জয়া আহসান অভিনীত সিনেমা ‘জয়া আর শারমিন’। করোনাভাইরাস মহামারির সময় নির্মিত এই চলচ্চিত্রটি ঢাকার ৪টি সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে। ইতিমধ্যে ছবির দুই কেন্দ্রীয় চরিত্র জয়া আহসান ও মহসিনা আক্তার শারমিন কয়েকটি সিনেমা হলে গেছেন দর্শকদের প্রতিক্রিয়া দেখতে।
এ নিয়ে জয়া আহসান বলেন, ‘জয়া আর শারমিনকে দর্শকরা যে এত মিষ্টি করে গ্রহণ করছেন, আজ সকাল (শুক্রবার) থেকেই সেটা অনুভব করছি। একজন শিল্পী ও প্রযোজক হিসেবে এই ভালোবাসা পাওয়া সত্যিই আনন্দের। আমরা যে ছোট ছোট গল্প বলতে চেয়েছি, দর্শকরা সেটা শুনতে চাচ্ছেন—এটাই বড় প্রাপ্তি’।
বাস্তবের জয়া আহসানকে সিনেমায় দেখানো হয়েছে কিনা জানতে চাইলে জয়া বলেন, ‘চরিত্রটা আসলে জয়া আহসান নন। পিপলু আর খান জয়া আর শারমিন সিনেমায় জয়া আহসানকে যেভাবে দেখাতে চেয়েছেন, চরিত্রটা আসলে সেই রকম। ইটস আইডিয়া অব জয়া আহসান। আমার বাড়িটা ঠিক ওটা নয়, আমার বাড়িতে অন্য অনেক লোকজন আছে। কিন্তু সিনেমায় জয়াকে একা দেখানো হয়েছে। সেই জয়ার থেকে এই জয়ার কতটুকু আসলে নেওয়া হয়েছে, সেটা একটা বিষয়।
ছবিটির বিষয়বস্তু কী জানতে চাইলে তিনি আরো বলেন, ‘ব্যাকগ্রাউন্ডে কোভিডের সময়কার গল্প আছে। কোভিডের সময়েই শুটিং হয়েছে। আর এমনিতে নির্লিপ্ত সময়ের কিছু টুকরো ঘটনা আছে, কিছু মুহূর্ত আছে। গল্পের প্রধান চরিত্র দুজন নারী, যাঁদের আর্থসামাজিক অবস্থা আলাদা। কোভিডের মধ্যে একটা ঘরে বন্দী ছিলেন। এটা দুজন নারীর অন্য রকম সম্পর্কের গল্প। শারমিনের চরিত্রটি করেছেন মহসিনা আক্তার। আমরা ছাড়াও কয়েকজন অভিনেত্রী কাজ করেছেন’।
আসন্ন ঈদে জয়া আহসানের আরেকটি সিনেমা মুক্তি পাচ্ছে যার নাম ‘উৎসব’। ছবিটিতে কাজের অভিজ্ঞতা জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, ‘ইন্টারেস্টিং চরিত্রে কাজ করছি। গল্পটা অসাধারণ। আমাদের অনেক গুণী অভিনয়শিল্পী এ সিনেমায় কাজ করেছেন। অল্প কাজ ছিল আমার, কাজটা করে আনন্দ পেয়েছি’।
‘উৎসব’ সিনেমাটিতে আছেন অপি করিম, সুনেরাহ বিনতে কামাল, সাদিয়া আয়মান, চঞ্চল চৌধুরী, জাহিদ হাসান, ইনেখাব দিনার, আফসানা মিমিসহ আরো অনেক খ্যাতনামা শিল্পী।
জয়া আর শারমিন এখন চলছে রাজধানীর কারওয়ান বাজারের বসুন্ধরা সিনেপ্লেক্স, মহাখালীর এস কে এস হল, ধানমন্ডির সীমান্ত সম্ভার ও কেরানীগঞ্জের লায়ন্স সিনেমা হলে।