২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত বিজ্ঞাপন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর প্রথম সিনেমা ‘আয়নাবাজি’এবার আসছে ওটিটি প্ল্যাটফর্মে। ৮ ফেব্রুয়ারি ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচই’তে ছবিটি দেখা যাবে বলে জানিয়েছেন হইচই বাংলাদেশ।
বাংলাদেশের অন্যতম সফল ছবির একটি চঞ্চল চৌধুরী অভিনীত ‘আয়নাবাজি’। শুধু বাংলাদেশ নয়, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে প্রদর্শিত হয় এই সিনেমা। মুক্তির আগে থেকেই দেশ-বিদেশে আলোচনায় থাকা ‘আয়নাবাজি’র ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় যুক্তরাষ্ট্রের সিয়াটলে।
সিনেমায় শরাফত করিম আয়না চরিত্রে দুর্দান্ত পারফরমেন্সে দর্শকদের মুগ্ধ করেছিলেন চঞ্চল চৌধুরী। পেয়েছেন শ্রেষ্ঠ অভিনেতার জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
‘আয়নাবাজি’র কাহিনি লিখেছেন গাউসুল আলম শাওন এবং যৌথভাবে চিত্রনাট্য করেন গাউসুল আলম শাওন ও অনম বিশ্বাস। চঞ্চল ছাড়া ‘আয়নাবাজি’তে আরও অভিনয় করেন নাবিলা, পার্থ বড়ুয়া, লুৎফুর রহমান জর্জ, বৃন্দাবন দাশ, গাউসুল আলম শাওন, জামিল হোসেনসহ আরও অনেকে।