৮ মার্চ আবারও প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তরুণ নির্মাতা রায়হান রাফীর দর্শকপ্রিয় সিনেমা ‘পরাণ’। এই সিনেমা মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন সিনিওর মার্কেটিং অফিসার মেসবাহ উদ্দিন আহমেদ।
মূলত পর্যাপ্ত নতুন ছবি না থাকা ও দর্শক অনাগ্রহতা কাটাতে, পূর্বের দর্শকপ্রিয় সিনেমা গুলোকে নতুন করে প্রেক্ষাগৃহে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মেসবাহ উদ্দিন।
প্রথমেই ‘পরাণ’ দিয়ে কেন শুরু করলেন জানতে চাইলে গণমাধ্যমকে মেহবাহ উদ্দিন আহমেদ জানিয়েছেন, ‘২০২২ সালে মুক্তির পর ‘পরাণ’ য়ের দর্শক চাহিদা ছিল প্রচুর। হল থেকে নামানোর পর ওটিটি প্ল্যাটফর্ম গুলোতেও ভালো প্রিন্ট খুজেছেন। তাই এই মুহূর্তে কনটেন্টের অভাব ও হলমুখি দর্শক ফেরাতে এই ছবিটিকেই যুক্তি সংগত মনে হয়েছে।’
শো শিডিউল থেকে জানা গেছে, ৮ মার্চ থেকে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি, সনি স্কয়ার ও বালি আর্কেড শাখায় চলবে ‘পরাণ’-য়ের প্রতিদিন ১০টি করে শো প্রদর্শিত হবে।
উল্লেখ্য, ২০২২ সালের ১০ জুলাই প্রেক্ষাগৃহে এসে দারুণ সাড়া ফেলেছিল শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান অভিনীত এবং সত্যি ঘটনার আলোকে নির্মিত ‘পরাণ’।