মুক্তির তারিখ পেছাল প্রভাসের ‘সালার’। ২৮ সেপ্টেম্বর রিলিজের কথা থাকলেও প্রশান্ত নীল পরিচালিত সিনেমাটি এখন নভেম্বরে মুক্তির সিদ্ধান্ত নিয়েছে নির্মাতারা।
এর আগে মুক্তির এক মাস আগেই যুক্তরাষ্ট্রে সিনেমাটির প্রায় ১৪.৫ কোটি অগ্রীম টিকিট বিক্রির খবরে ছেয়ে যায় গণমাধ্যম। শোনা যাচ্ছে, ‘সালার’- এর মুক্তির তারিখ পেছানোর পর অগ্রীম টিকিটের প্রায় ৪ লাখ মার্কিন ডলার ফেরত দেওয়া হবে দর্শকদের।
টিকিট বিক্রির দিক থেকে যুক্তরাষ্ট্রে ‘সালার’ থেকে পিছিয়ে থাকলেও মুক্তির কয়েকদিন আগে থেকেই ভারতে ঘণ্টায় প্রায় ২১ হাজার টিকিট বিক্রি হচ্ছে ‘জাওয়ান’ সিনেমার। ১ সেপ্টেম্বর থেকে অগ্রীম টিকিট বিক্রি শুরুর পর থেকেই প্রায় ১,৭২,০০০ টিকিট বিক্রি হয়েছে শাহরুখ খান অভিনীত সিনেমাটির।
তাহলে কী শাহরুখের ‘জাওয়ান’ এর কারণেই মুক্তির তারিখ পেছাল প্রভাসের ‘সালার’?
ছবিটির সাথে সংশ্লিষ্টদের বরাতে জানা যায়, পোস্ট প্রোডাকশনের জন্যই মুক্তির তারিখ পেছান হয়েছে প্রভাস অভিনীত চলচ্চিত্রটির।
শোনা যাচ্ছে, ২০২৩ সালের নভেম্বরে মুক্তি পেতে যাচ্ছে ‘সালার’।
তবে শাহরুখের ছবির সাথে দ্বন্দ্ব এড়িয়ে গেলেও সালমান খানের ছবির সাথে প্রেক্ষাগৃহে টিকে থাকার জন্য লড়াই করতে হবে প্রভাস অভিনীত সিনেমাটির। কারণ, ২০২৩ সালের দিওয়ালিতেই (নভেম্বরে) মুক্তি পেতে যাচ্ছে সালমান খানের ‘টাইগার ৩’।
ছবিটির জন্য ১০০ টাকা রুপি পারিশ্রমিক নেওয়ার জন্য সংবাদের শিরোনামে পরিণত হয়েছিলেন প্রভাস। প্রভাস ছাড়াও ছবিটিতে অভিনয় করছেন শ্রুতি হাসান, পৃথ্বীরাজ সুকুমারান, জাগপতি বাবুর মত তারকারা।